বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ে শিপিং কোম্পানিগুলো আমদানিপণ্যের কন্টেইনারে কোন ডেমারেজ আদায় করতে পারবে না এবং ইতিমধ্যে আদায় করা ডেমারেজ ফেরত দিতে হবে।
নৌ পরিবহন অধিদপ্তরে রবিবার অনুষ্ঠিত পর্যালোচনা ও সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
করোনাভাইরাসের বিস্তাররোধে চলমান সাধারণ ছুটির সময়ে কন্টেইনারে কোনরূপ ডেমারেজ ও ডিটেনশন চার্জ আরোপ না করার সুপারিশ করে অধিদপ্তর ২৯ এপ্রিল সার্কুলার জারি করে। তা বাস্তবায়ন অগ্রগতি নিয়ে ১১ মে যে সভা হয় তার সিদ্ধান্ত অনুসারে রবিবার সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে হয়েছে পর্যালোচনা ও সমন্বয় সভা।
সার্কুলারটি জারি হলেও কোন শিপিং কোম্পানি ও শিপিং এজেন্ট তা কার্যকর করেনি। স্থানীয়ভাবে তাদের আওতার বাইরে এবং তা বিদেশি প্রিন্সিপালের ওপর ন্যস্ত অজুহাতে সেটা করেনি।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শেখ মোহাম্মদ কালাম আজাদ। তিনি জানান, চলমান সাধারণ ছুটির সময় শিপিং কোম্পানিগুলো কন্টেইনারে ডেমারেজ আদায় করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়েছে সভায়। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি কমাতে এই সিদ্ধান্ত হয়। জানান, বন্দর কর্তৃপক্ষ একই কারণে ৩ দফায় শতভাগ স্টোররেন্ট মওকুফ করে কন্টেইনারের ওপর। এখাতে প্রায় ২০০ কোটি টাকা ছাড় দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম জানান, দেশের ব্যবসা–বাণিজ্য সচল রাখার স্বার্থে নেয়া হয়েছে কোনরূপ ডেমারেজ আদায় না করার ব্যাপারে সিদ্ধান্ত। এটা অবশ্যই প্রতিপালন করতে হবে। ২৭ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটির সময়ে আমদানি পণ্যবাহী কন্টেইনারে কোনরূপ ডেমারেজ আদায় করা যাবে না। ইতিমধ্যে আদায় করা ডেমারেজের অর্থ সমন্বয় করে দিতে হবে।
বিদেশি শিপিং কোম্পানির প্রতিনিধি ও বন্দর ব্যবহারকারীরা উপস্থিত ছিলেন সমন্বয় সভায়।
সভায় ছিলেন বাংলাদেশ কন্টেইনার শিপিং এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ক্যাপ্টেন এ এস চৌধুরী । কন্টেইনারের ডেমারেজ চার্জ আদায় করা যাবে না বলে যে সিদ্ধান্ত সে প্রসঙ্গে বিজনেসটুডে২৪কে বলেন, ‘সভায় জানিয়েছি যে এই সিদ্ধান্ত মেনে নেয়ার এখতিয়ার আমাদের নেই। তবে, যদি এ ব্যাপারে আইন জারি করা হয় তখন আইন হিসেবে আমরা মেনে নিতে বাধ্য। মিটিং তো কোন আইন না।’
সমুদ্র পরিবহন অধিদপ্তরের সার্কুলারের প্রেক্ষিতে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-র প্রথম সহ-সভাপতি মো. আবদুস সালাম এক পত্রে পরিশোধিত ডিটেনশন, ডেমারেজ চার্জ ফেরত দাবি করেন। এ ব্যাপারে শিপিং এজেন্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার অনুরোধ জানানো হয় পত্রে। উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে চরম আর্থিক সংকটের মধ্যে শিপিং এজেন্টদের ডেমারেজ চার্জ প্রদান করে চালান খালাস করতে হয়েছে।