বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনা সংক্রমণের ভয়াবহতার মধ্যেও বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ ) নির্বাচনে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ পরিবেশে।
হোটেল আগ্রাবাদে যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ করা হচ্ছে। ভোটারদের মধ্যে এবারে বিপুল উৎসাহ উদ্দীপনা। রবিবার ( ৪ এপ্রিল ) সকাল ৯ টা ৩০ মিনিটে শুরু হয়েছে ভোট নেয়া। বিকেল ৪ টা পর্যন্ত সময় থাকলেও ইতিমধ্যে প্রচুর সংখ্যক ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বেলা আড়াইটা পর্যন্ত অর্ডিনারি ক্যাটেগরিতে ১৪৫ জনের মধ্যে ১২৫ জন ভোট দেয়া সম্পন্ন করেছেন। এসোসিয়েট ক্যাটেগরিতেও প্রায় একই চিত্র। ১২২ জন ভোটারের মধ্যে ৯৯ জন ভোট দিয়েছেন। অর্থাৎ মোট ২৬৭ ভোটারের মধ্যে ২২৪ জন ভোট দিয়েছেন। আর বাকি মাত্র ৪৩ ভোট। এগুলোর মধ্যে ঢাকায় অবস্থানরত কিছু ভোটারের আসার সম্ভাবনা কম।
করোনা পরিস্থিতিতে এত সংখ্যক ভোটার উপস্থিতি তাদের ধারণার বাইরে ছিল বলে জানালেন একজন প্রার্থী। অবশ্য, প্রার্থীদের সবাই সর্বোচ্চ সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করার জন্য চেষ্টা করেছেন।
অর্ডিনারি ক্যাটেগরিতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ১৬ জন এবং এসোসিয়েট ক্যাটেগরিতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ৮ জন পরিচালক নির্বাচিত হবেন। পরবর্তীতে ২৪ পরিচালকের ভোটে চেয়ারম্যান এবং অর্ডিনারির পরিচালকদের ভোটে তাদের একজন সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও এসোসিয়েটের পরিচালকদের ভোটে তাদের একজন ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হবেন।
২৪ পরিচালক পদের বিপরীতে দু’টি প্যানেল থেকে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দু’টি প্যানেল প্রার্থীরা নানা অঙ্গিকার নিয়ে ভোটারদের কাছে গেছেন। কোন প্যানেলের প্রতিশ্রুতির ওপর শিপিং সেক্টরের ভোটাররা কতটুকু আস্থা রেখেছেন স্পষ্ট হবে ভোট গণনাশেষে। চট্টগ্রামের সমগ্র শিপিং সেক্টর কর্মকর্তারা সেদিকে তাকিয়ে আছেন।
চৌধুরী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহেদ সরওয়ারের নেতৃত্বাধীন শাহেদ সরওয়ার প্যানেল এবং সৈয়দ মোহাম্মদ আরিফরের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে।