Home Uncategorized শিপিং ভোটে শাহেদ প্যানেলের পরাজয়ের নেপথ্যে

শিপিং ভোটে শাহেদ প্যানেলের পরাজয়ের নেপথ্যে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ ) নির্বাচনে শাহেদ সরওয়ার প্যানেলের ভরাডুবির জন্য নিশ্চিত ও পকেট ভোটের ওপর অতিবিশ্বাসই দায়ী বলে উল্লেখ করেছেন প্যানেল লিডার শাহেদ সরওয়ার।

তাঁর প্যানেল থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদেরকে মঙ্গলবার ( ২৭ এপ্রিল ) দেয়া এক বার্তায় তিনি বলেন, কিছু নিশ্চিত ও পকেট ভোটের ওপর অতি নির্ভরতা ছিল বড় ভুল। এই ভোটের কারণে ফলাফল প্রতিকূলে চলে গেছে।

গত ৪ এপ্রিল শিপিং এজেন্টস এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশের পর থেকে শাহেদ সরওয়ার প্যানেলের পরাজয়ের কারণ হিসেবে শিপিং সার্কেলে নানা কানাঘুষা চলছিল। এখন প্যানেল লিডারের বার্তায় তা আরও স্পষ্ট হয়ে গেল।

নির্বাচনে ২৪ পরিচালক পদের মধ্যে দু’টি পদে জয়লাভ করেছে শাহেদ সরওয়ার প্যানেল। একজন হলেন প্যানেল লিডার শাহেদ সরওয়ারে এবং অপরজন মোহাম্মদ আবদুল্লাহ জহির।

সোমবার নতুন কার্যকরী পরিষদের কাছে দায়িত্বভার হস্তান্তর করেছে সাবেক কমিটি। অনুষ্ঠানে আবদুল্লাহ জহির উপস্থিত ছিলেন। তবে, ছিলেন না শাহেদ সরওয়ার। অবশ্য কিছুটা শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন তিনি।