Home বিনোদন শ্রাবন্তীর খোলা পিঠে জয় গোস্বামীর কবিতা লিখলেন শিবপ্রসাদ

শ্রাবন্তীর খোলা পিঠে জয় গোস্বামীর কবিতা লিখলেন শিবপ্রসাদ

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ ডেস্ক: ৮ এপ্রিল শুক্রবার ডিভোর্স হয়েছে শ্রাবন্তী ও রোশনের। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় বিয়ে ছিল সেটা। আর তারপরই পর্দায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে ‘মালাচন্দন’ গানে অন্তরঙ্গ দৃশ্যে ঝড় তুললেন শ্রাবন্তী। একেবারে নতুন ভাবে শিবপ্রসাদ-শ্রাবন্তী জুটি মেলে ধরলেন নিজেদের। ছবিতে চুমুকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, তবে সেই চিরাচরিত দর্শন পিছনে ফেলে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের খোলা পিঠে জয় গোস্বামীর কবিতা লিখেন শিবপ্রসাদ। অন্য এক মাদকতার সাক্ষী হলেন দর্শকরা।
এই প্রসঙ্গে শিবপ্রসাদ গণমাধ্যমকে জানান, প্রেম বোঝাতে পর্দায় চুম্বনের দৃশ্য এখন বড় একঘেয়ে বলে মনে হয় পরিচালকের। তিনি পাল্টা প্রশ্ন তোলেন ‘প্রেম বোঝাতে চুমুই খেতে হবে?’
তবে এমন সাহসী দৃশ্য পর্দায় তুলে ধরতে কতটা প্রস্তুতি নিতে হয়েছিল পরিচালককে? এই প্রসঙ্গে শিবপ্রসাদ বলেন, ‘আমার প্রেম একেবারেই আসে না! পরিচালক নন্দিতা রায় প্রায় বেত মেরে মেরে আমায় দিয়ে প্রেমের দৃশ্য করান।’
গত পুজোয় ‘বহুরূপী’ ছবিতে কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য ছিল চর্চার বিষয়। তবে এবার একটু বিশেষ, কারণ পর্দায় সাধারণত শিবপ্রসাদকে এতটাও ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় না। এই প্রসঙ্গে তাঁর মত, ‘এই ধরনের দৃশ্যে আমি যে কতটা আড়ষ্ট সেটা কেবল নন্দিতাদি জানেন। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হাত-পা কাঁপতে থাকে। শেষে নায়িকাদেরই এগিয়ে আসতে হয়। আমায় কাছে টেনে নিতে হয়। তাঁদের সহযোগিতায় ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয়ে পাশ করে যাই।’
তিনি আরও বলেন,’জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর এবং প্রেমিকের সংলাপ’ কবিতা আমার অত্যন্ত প্রিয়। জয়দাকে বলেছিলাম, কবিতাটি আমরা ছবিতে ব্যবহার করব। পর্দায় আমার আর শ্রাবন্তীর সম্পর্ক ওই কবিতার মতোই। যেখানে সম্পর্কের টানাপড়েন, লড়াইয়ের মধ্যেও কোথাও মুগ্ধতা থাকে। জয়দার কবিতার নির্যাস তেমন।’
আর স্ত্রী জিনিয়া? শিবপ্রসাদ জানান তিনি যে ছবির চিত্রনাট্যকার তা তো সবাই জানেন, তবে জিনিয়ারই নাকি মনে হয়েছিল গানে যদি নায়িকার খোলা পিঠে নায়ক কবিতার কয়েকটি পঙ্‌ক্তি লিখে দেওয়া যায়।
শিবপ্রসাদের কথায় ‘বিষয়টা যেমন অভিনব তেমনই অনুভূতিপ্রবণ। এতে বাংলা ভাষাও অক্ষুণ্ণ থাকল, বাংলা কবিতা সম্বন্ধেও ওয়াকিবহাল থাকল এ প্রজন্ম।’