Home আন্তর্জাতিক লিঙ্গায়ত প্রধানের বিরুদ্ধে ৪ নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ

লিঙ্গায়ত প্রধানের বিরুদ্ধে ৪ নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ

বিজনেসটুডে২৪ ডেস্ক

ধর্ষণের অভিযোগে আগে থেকেই জেলবন্দী কর্ণাটকের লিঙ্গায়েত প্রধান শিবমূর্তি শারানারু। এমন অবস্থায় নতুন করে আবারও তাঁর বিরুদ্ধে পকসো আইনের মামলা দায়ের করেছে পুলিশ। ৪ জন নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ওই ৪ নাবালিকার অভিযোগ, ২০১৯ এর জানুয়ারি থেকে ২০২২ এর জুন মাস পর্যন্ত বেশ কয়েকবার তাদেরকে যৌন নির্যাতন করেছেন মঠ প্রধান শিবমূর্তি শারানারু। শারানারু ও হস্টেলের ওয়ার্ডেন সহ আরও ৬ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। মঠ চালিত হস্টেলের ২ নাবালিকা লিঙ্গায়েত প্রধানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করার পর সেপ্টেম্বর মাসে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এখন দ্বিতীয়বার তাঁর বিরুদ্ধে একই অভিযোগ আনায় বিপাকে লিঙ্গায়েত প্রধান।

লিঙ্গায়েতরা কর্ণাটকে বেশ প্রভাবশালী। রাজনীতির ভাষায়, ভোট ব্যাঙ্কের একটা বড় অংশ জুড়ে রয়েছেন লিঙ্গায়েতরা। তাই লিঙ্গায়েত প্রধানের বিরুদ্ধে এমন ন্যক্কারজনক অভিযোগ ওঠার পরও রাজনৈতিক নেতারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ। উল্লেখ্য, ধর্ষণের অভিযোগে শিবমূর্তি শারানারুর গ্রেফতারির পর কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপির গুরুত্বপূর্ণ নেতা বি এস ইয়েদুরাপ্পা শিবমূর্তির পাশেই দাঁড়িয়েছিলেন। ইয়েদুরাপ্পা বলেছিলেন, খুব শীঘ্রই শিবমূর্তি নির্দোষ প্রমাণিত হবেন। অন্যদিকে, ভারত জোড়ো যাত্রা শুরু করার আগে শিবমূর্তি শারানারুর কাছে দীক্ষা নিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি।