বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার স্বামী নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে আটক করেছে পুলিশ। সেইসঙ্গে রক্ত মাখানো একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।কেরানীগঞ্জ থানা পুলিশ গতকাল রাতে তাদেরকে গ্রেপ্তার করেছে।
ঢাকা: চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার স্বামী নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে আটক করেছে পুলিশ। সেইসঙ্গে রক্ত মাখানো একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।কেরানীগঞ্জ থানা পুলিশ গতকাল রাতে তাদেরকে গ্রেপ্তার করেছে।
পরে রাত ১১টায় কলাবাগান থানায় যায় জিডি করা হয়। সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালে লাশ শনাক্ত করেন শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন।
নিহতের বোন ফাতেমা জানান, তার বোনকে কে বা কারা হত্যা করছে এ ব্যাপারে তাদের কাছে সঠিক কোনো তথ্য নেই। তবে তার বোনের ১৭ বছরের সংসার। এবং তার বোনের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে আছে। তিনি বোন জামাইকে হত্যাকারী হিসেবে এখনো নিশ্চিত করে বলতে পারেন না।