বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বন্দর নগরীতে সকাল থেকেই দমকা হাওয়া বইলেও কমছে না গরম। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার (৩১মার্চ ) ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ময়মনসিংহ, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও বরিশালের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো বাতাসসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি।
এছাড়া গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু কিছু জায়গায় কমে আসতে পারে।