বিজনেসটুডে২৪ ডেস্ক: চিনা পণ্যে আকাশছোঁয়া শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিন থেকে আমেরিকায় এখন কোনও পণ্য নিয়ে গেলে দিতে হবে ১৪৫ শতাংশ আমদানি শুল্ক। আবর মার্কিন পণ্যেও ৮৪ শতাংশ শুল্ক চাপিয়েছে চিন। বিশ্বের বাকি দেশকে শুল্কের কোপ থেকে সাময়িক রেহাই দিলেও চিনের প্রতি নির্দয় মনোভাব দেখিয়েছেন ট্রাম্প।
দুই দেশের মধ্যেই এই শুল্ক যুদ্ধের আবহে প্রথম বার মুখ খুললেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি সাফ জানিয়েছেন, আমেরিকার চাপানো শুল্ক নিয়ে ‘ভীত নয়’ চিন।
চিন সফরে গিয়েছেন স্পেনের প্রাইম মিনিস্টার পেদ্রো স্যানচেজ়। শুক্রবার বেজিংয়ে তাঁর সঙ্গে দেখা করেন শি জিনপিং। সে সময়ই জিনপিং এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বলে চিনা সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
শুল্ক যুদ্ধ নিয়ে জিনপিং বলেছেন, ‘বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। এই পথে হাঁটার অর্থ বিশ্বের বাকিদের থেকে নিজেকে সরিয়ে নেওয়া।’
শুল্কের মাধ্যমে চিনকে ‘হেনস্থা করা’র চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। তার পরই জানিয়েছেন, এতে চিন ভয় পাচ্ছে না। এ প্রসঙ্গে শি জিনপিং বলেছেন, ’৭০ বছরের বেশি সময় ধরে চিনের ডেভেলপমেন্ট আত্মনির্ভরতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে উঠেছে। অন্যের সহায়তায় নয়। তাই দমিয়ে দেওয়ার চেষ্টা হলেও আমরা ভয় পাচ্ছি না।’
ট্রাম্প ট্যারিফের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বেজিংয়ের পাশা থাকার জন্য এ দিন ইউরোপীয় ইউনিয়নের কাছে আর্জি জানিয়েছেন শি জিনপিং। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘চিন এবং ইউরোপের উচিত নিজেদের আন্তর্জাতিক দায়িত্ব সুষ্ঠভাবে পালন করা এবং একত্রিত হয়ে একতরফা বুলিংয়ের মোকাবিলা করা।’
জিনপিংয়ের পর বক্তব্যে রাখেন স্পেনের প্রাইম মিনিস্টার স্যানচেজ়। তিনিও জানান, ট্রাম্পের শুল্ক বিশ্ব বাণিজ্যের পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ইউরোপীয় ইউনিয়ন এবং চিনের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে, আগামী দিনে তা মেটানোর আহ্বান জানিয়েছেন তিনি। এ নিয়ে গত দু’বছর তিন বার চিন সফরে গেলেন স্যানচেজ়।