Home শিক্ষা শীতার্তদের পাশে জবি রোভার স্কাউট গ্রুপ

শীতার্তদের পাশে জবি রোভার স্কাউট গ্রুপ

 
এস এম শাহাদাত হোসেন অনু,জবি থেকে:  ‘সবার প্রতি আহ্বান, শীতার্তদের পাশে দাড়ান’ স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট অ্যালামনাই এসোসিয়েশন।
বুধবার (২৬ জানুয়ারি ২০২২) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে বার্ষিক শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এসময় উপস্থিত রোভার সদস্য ও অন্য অতিথিবৃন্দ শীতার্তদের মাঝে স্যুয়েটার, কম্বল, শাল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, প্রক্টর মোঃ মোস্তফা কামাল, রোভার স্কাউট লিডার অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান, ড. মোঃ আবু লায়েক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মু. ওমর আলী এলটি ও অ্যালামনাই এসোসিয়েশনের অন্যান্য সদস্যদের মধ্যে সহসভাপতি খন্দকার নাসিম হায়দার পিআরএস, সহসভাপতি জি কে আরেফিন পিআরএস, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজ সরকার এএলটি, সাংগঠনিক সম্পাদক শাফায়েত জামিল, সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ হেমায়েত হোসেন হিমু ও সদস্য তৌফিকুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মোল্লা মামুন হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শীতবস্ত্র বিতরণ উপকমিটির আহ্বাহক সাজেদা আক্তার সাথী, সদস্য হোসাইন মোহাম্মদ গোলাম রাজিক আদন, নাহিদ হাসান রাসেল, এস. এম. শাহাদাত হোসেন অনু, সদস্য সচিব জুথী আক্তার সহ অন্যান্য রোভার সদস্যরা শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন।
জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মোল্লা মামুন হাসান বলেন, ‘মেহনতি মানুষের পাশে দাঁড়ানো এক অসাধারণ অনুভূতি। করোনাকালীন সময়ে স্বাস্থ্য ঝুঁকির জন্য খুব বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছি না। তবে ভবিষ্যতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো বলে আমরা আশাবাদী।’
সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, ‘প্রতি বছরের ন্যায় এবছরও জবি রোভার স্কাউট গ্রুপ অসহায় শীতার্তদের পাশে রয়েছে ভবিষ্যতেও থাকবে। বিত্তশালীদের প্রতি আহ্বান তাঁরাও যেন শীতার্তদের পাশে দাঁড়ায়।’
উল্লেখ্য যে, রোভার স্কাউটসদের একটি দল  ২৮ জানুয়ারি ২০২২ইং তারিখে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলায় শীতবস্ত্র বিতরণ করবে।