সকাল ও সন্ধ্যা কুয়াশায় ঢাকা থাকছে নীলফামারীর সৈয়দপুর। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরের এই জনপদে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম। তিনি জানান, শীত ও কুয়াশা আরও বাড়বে।
শীত ও কুয়াশার কারণে সকালে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শহরের পুরনো গরম কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে। গ্রামীণ জনপদে লোকজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন। সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার জানান, বরাদ্দকৃত কম্বল ইতোমধ্যে জনপ্রতিনিধিদের কাছে বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে।-বিজনেসটুডে২৪ ডেস্ক