তাপমাত্রা: রাজারহাটে ৬.১ দিনাজপুরে ৮.৩
আব্দুস সাত্তার, দিনাজপুর থেকে: দিনাজপুরে তীব্র শীতে নিম্নআয়ের মানুষের বেড়েছে দুর্গতি।
কাজ না পেয়ে সংকটে খেটে খাওয়া সাধারণ মানুষ।
দিনাজপুরে আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস । উত্তরের হিমেল বাতাস ও পশ্চিমা বায়ু বয়ে যাওয়ায় তাপমাত্রা কমেছে। শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।
দিনাজপুরে দেখা দিয়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব আক্রান্ত হচ্ছেন শিশুসহ বয়স্করা। দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন বিজনেজ টুডে নিউজ ২৪ কে জানান আজ ২৮ জানুয়ারি ২০২২ দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ; বাতাসের গতিবেগ ঘন্টায় ৪-৫ কি:মি: তবে বেলা বৃদ্ধির সাথে সাথে এটি উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০-১৫ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পযর্ন্ত কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস । তবে রংপুর ও রাজশাহী বিভাগসহ দেশের আরো বেশ কিছু স্থানের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহটি অব্যাহত থাকতে পারে।
দিনমজুর আকরাম আলী জানান, প্রচণ্ড শীতে কাজ করতে পারছিনা। আমরা গরীব মানুষ কাজ না পাইলে খামু কি। কাজ না থাকায় আয়- রোজগার কম, পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করতে হচ্ছে।
অপরদিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।