বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: দেশের শুঁটকি পল্লীগুলোতে মোট শ্রমশক্তির প্রায় ২০ শতাংশ হলো শিশু শ্রমিক।
মার্কিনভিত্তিক উইনরক ইন্টারন্যাশনালের আওতাধীন এনজিও, বাংলাদেশ শিশু শ্রম উন্নয়ন (ক্লাইম্ভ) প্রকল্পের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে। প্রতিবেদনে বলা হয়, কক্সবাজার, খুলনা, সাতক্ষীরাসহ বিভিন্ন অঞ্চলে প্রায় ৫০টি শুঁটকিপল্লী। লাখেরও বেশি মানুষ সরাসরি এই খাতে জড়িত।
সংস্থার এক সমীক্ষায় উল্লেখ করা হয়, কক্সবাজার সদর ও মহেশখালী উপজেলার ছয়টি শুঁটকিপল্লীতে প্রায় ২ হাজার ৯০০ শিশু কাজ করছে। শুঁটকিপল্লীগুলো হলো :ঠাকুরতলা, ঘোটিভাঙ্গা, খুরুশকুল, চৌফলডন্ডি, সোনাদিয়া এবং নাজিরারটেক। এই শুঁটকিপল্লীগুলোতে মোট শ্রমশক্তির প্রায় ২০ শতাংশ শিশুশ্রমিক। ক্লাইম্ভ প্রকল্প অনুসারে, প্রায় ২ হাজার ৮০০ শিশু কেবল কক্সবাজারের নাজিরারটেক শুঁটকিপল্লীতে কাজ করছে, যা দেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বৃহত্তম শুঁটকি উৎপাদনকারী পল্লী।