Home First Lead শুক্রবার থেকে ভারতের পর্যটন ভিসা স্থগিত

শুক্রবার থেকে ভারতের পর্যটন ভিসা স্থগিত

বিজনেসটুডে২৪ ডেস্ক

করোনাভাইরাস মোকাবেলায় ভারত পর্যটন ভিসা স্থগিত করেছে। কাল শুক্রবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত তা কার্যকর থাকবে।

বুধবার দিল্লিতে গোটা পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার বিশেষ গোষ্ঠীর বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

চিকিৎসার জন্য যারা যাবেন তাদের ভিসার বিষয়টি খোলাসা করে বলা হয়নি। এ সময়ে যদি কোনো বিদেশি নাগরিককে ‘বাধ্যতামূলকভাবে’ ভারতে যেতে হয়, তাহলে তাকে নিকটস্থ ভারতীয় মিশনে যোগাযোগ করতে বলা হয়েছে।

ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ৩০ হাজার ২৮২ বিদেশি ভারত ভ্রমণ করেছেন। এর মধ্যে প্রথম অবস্থানে থাকা বাংলাদেশির সংখ্যা ছিল ২৮ লাখ ৭৬ হাজার। শুধু ২০১৯ সালে বাংলাদেশিদের জন্য ১৫ লাখ ভিসা দিয়েছিল প্রতিবেশী দেশটি।

ইউরোপ থেকে আমেরিকায় বন্ধ সব পর্যটন

করোনা ভাইরাস মোকাবিলায় গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন ট্রাম্প। আগামী ৩০ দিনের জন্য ইউরোপ থেকে আমেরিকায় সব ধরনের পর্যটন বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন তিনি। তবে এই তালিকায় ব্রিটেন পড়ছে না। শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের ঘোষণা ইউরোপের বিভিন্ন দেশে দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস। মোকাবিলায় ইউরোপ থেকে আমেরিকায় প্রবেশের যাবতীয় রাস্তা ৩০ দিনের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন তিনি। শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা কার্ষকর করা হবে।