বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: রাজধানীতে মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের টিয়ারশেল নিক্ষেপ করলে গ্যাসের কারণে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (২৫মার্চ ) বিক্ষোভের পর লাইভে এসে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতদের মুক্তির দাবিতে শুক্রবার বিকাল ৩টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশেরও ডাক দেন সাবেক ভিপি নুরুল হক নুর।
লাইভে এসে ‘ফ্যাসিবাদী সরকার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি’।
দেশে মোদির আগমন নিয়ে সরকারকে উদ্দেশ করে নুর বলেন, স্বাধীনতার চেতনাকে কলঙ্কিত করার জন্য আপনারা মোদিকে এ দেশে নিয়ে আসছেন। তিনি আরো বলেন, রাজপথে মানুষ স্লোগান দিচ্ছে, এরশাদ গেছেন যে পথে, হাসিনা যাবে সে পথে।
আজকের এই আন্দোলনকে মোদিবিরোধী আন্দোলন উল্লেখ করে নুর বলেন, এই মোদিবিরোধী আন্দোলন যারা করছেন তারা একা নন। ডানপন্থী, বামপন্থী, আইনজীবী শিক্ষক, সাংবাদিক সবাই রয়েছেন।