বিজনেসটুডে২৪ ডেস্ক
কলকাতা: অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ফের মা হলেন। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।
রাজ-শুভশ্রী দুজনেই ভীষণভাবে চেয়েছিলেন এবার তাঁদের জীবনে কন্যা সন্তান আসুক। ইচ্ছে পূরণ হয়েছে আর তাতেই উচ্ছ্বসিত তারকা দম্পতি। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের মেয়ের নাম জানিয়ে দিলেন রাজ-শুভশ্রী। চিরাচরিত পথে না হেঁটে একটু ব্যতিক্রমী নাম রাখলেন শুভশ্রী । ‘রাজশ্রী’র প্রথম সন্তানের নামের আত্ম অক্ষরের সঙ্গে মিলিয়ে দ্বিতীয় সন্তানের নাম রাখা হয়েছে। ইউভানের বোন ইয়ালিনী। তাঁকে নিজেদের পৃথিবীতে স্বাগত জানিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন নায়িকা। মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন ।
সিনেমার শুটিংয়ের পাশাপাশি নিজের রাজনৈতিক জীবনেও ভীষণ ব্যস্ত । তাঁর মাঝেই আনন্দ সংবাদ। পরিচালক বলছেন সবটা পরিকল্পনা মতোই হয়েছে। ২০২০ সালে তখন ভরা লকডাউন। জন্ম হয়েছিল শুভশ্রী-রাজের প্রথম সন্তান ইউভানের। দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা প্রথম থেকেই ছিল তাঁদের। তিন থেকে চার হলেন দম্পতি।
বৃহস্পতিবার অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই সুখবর। পরিচালক তথা তৃণমূল বিধায়ক জানিয়েছেন, তাঁদের বাড়িতে এক পুঁটুলি ভালবাসার আগমন ঘটেছে। “আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের ছোট্ট রাজকন্যার জন্য আপনাদের সকলের কাছে ভালোবাসা এবং আশীর্বাদ প্রার্থনা করছি,” লিখেছেন রাজ।