বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মাসব্যাপী বাণিজ্যমেলা শুক্রবার থেকে রেলওয়ে শহীদ শাহাজাহান মাঠে শুরু হচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব ড. হাছান মাহমুদ (এমপি) বিকেল ০৪ টায় মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, এবং বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সরওয়ার জাহান। দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড্ ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মাহবুবুল আলমও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার হোটেল আগ্রাবাদের ইছামতি হলে এক সংবাদ সম্মেলনে উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী, ফার্স্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব, ভাইস প্রেসিডেন্ট রেখা আলম নিশাত ইমরান, সুলতানা নূরজাহান রোজী উপস্থিত ছিলেন।
ভাইস প্রেসিডেন্ট রেখা আলম লিখিত বক্তব্যে জানান, মেলায় ছোট-বড় প্রায় দুইশ স্টল এবং ৪ টি প্যাভেলিয়ন থাকবে। ইতিমধ্যে মেলার স্পন্সর হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, লাফস্, ড. রাজেশ, আরএসপিএল, ইন্ট্রাকো গ্রুপ, জেনেটিকা, জেডএম, মাটি-টা, ভিস্তা এন্ড্রয়েড টিভি, চ্যানেল আই ঐক্য ফাউন্ডেশান, চ্যানেল আই উদ্যোক্তা বার্তা প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক আজাদী, হেলথ কেয়ার পার্টনার সার্কিস্কোপ ও ঐক্য হেলথ, ই-কমার্স পার্টনার শপার্স ওয়ার্ল্ড ও ঐক্য.কম.বিডি, ইভেন্ট ম্যানেজার আউটসোর্স।
সংবাদ সম্মেলনে জানানো হয় শিশুদের বিনোদনের জন্য আকর্ষণীয় বিনোদন পার্কসহ নগরীর স্কুল গুলোতে শিশুদের জন্য বিনামূলে টিকেট সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার সৌন্দর্য্য বিকাশের জন্য আকর্ষনীয় তোরণ, দৃষ্টিনন্দন ফোয়ারা, সুউচ্চ টাওয়ার, মেলার বাহিরাঙ্গনে আলোক সজ্জ্বার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
মেলার সার্বিক কর্মকান্ড সঠিকভাবে পরিচালনার জন্য সার্বক্ষনিকভাবে মেলা কার্যালয় সচল থাকবে। এছাড়াও ক্রেতা-দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রতি সপ্তাহে প্রবেশ টিকেটের উপর থাকবে আকর্ষণীয় পুরস্কার ও প্রতিটি টিকেটের সহিত থাকবে বিনামূল্যে ঘড়ি ডিটারজেন্ট পাউডারের একটি মিনি প্যাক।
সিএমএসএমইখাতের উদ্যোক্তাদের সিএমএসএমই ঋণ সংক্রান্ত সার্বিক তথ্য প্রধানের জন্য মেলার অভ্যন্তরে ব্র্যাক ব্যাংক ও ব্যাংক এশিয়া’র বুথ স্থাপন করা হয়েছে। সেখান থেকে তাৎক্ষনিকভাবে উদ্যোক্তাদের ব্যাংকিং সংক্রান্ত তথ্য সেবা প্রদান করা হবে।
সকল স্বাস্থ্যবিধি মেনে মেলার প্রবেশপথে হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার করা হবে এবং দর্শনার্থীদেরকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার নিশ্চিত করা হবে।