Home শেয়ারবাজার শুরু হয়েছে রবি’র আইপিও আবেদন

শুরু হয়েছে রবি’র আইপিও আবেদন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বহুজাতিক প্রতিষ্ঠান রবি আজিয়াটার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার ( ১৭ নভেম্বর )। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

টেলিযোগাযোগ খাতের এই প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে ৫২৩ কোটি ৮০ লাখ টাকার মূলধন সংগ্রহ করবে।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি সাধারণ শেয়ার আইপিওতে ইস্যু করবে। এর মধ্যে ১৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৯৩৪টি শেয়ার কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইস্যু করা হবে।

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে রবি আজিয়াটার নেটওয়ার্ক সম্প্রসারণ ও আইপিওর খরচে ব্যয় করবে। এ খসড়া প্রসপেক্টাস অনুযায়ী, চার হাজার ৭১৪ কোটি ১৪ লাখ টাকার পরিশোধিত মূলধনের রবির ২০১৯ সালে টার্নওভার হয়েছে সাত হাজার ৪৮১ কোটি ১৭ লাখ ৪৮ হাজার টাকা। এ টার্নওভার থেকে সব ব্যয় শেষে নিট মুনাফা হয়েছে ১৬ কোটি ৯০ লাখ ৮৯ হাজার টাকা।