Home First Lead যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না: শেখ বশির

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না: শেখ বশির

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, যুক্তরাষ্ট্রের এই শুল্ক নীতিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না, বরং বাংলাদেশের তৈরি পোশাকে বৈচিত্র্য থাকায় সম্ভাবনার দুয়ার খুলবে। কারণ, বাংলাদেশের রপ্তানি প্রতিদ্বন্দ্বী দেশগুলোতেও শুল্ক বেড়েছে। ‘নতুন শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেই কথা বলবেন বলে উল্লেখ করেন বাণিজ্য উপদেষ্টা।

বাংলাদেশের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপ ইস্যুতে আজ জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকশেষে ওইসেব কথা সাংবাদিকদের জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা।

সংশ্লিষ্ট উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যানসহ বিশেষজ্ঞরা বৈঠকে অংশ নেন। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে সমস্যা সমাধানে সরকারের সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে প্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টিটিভ ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সাংবাদিকদের বৈঠকের বিষয় অবহিত করেন।

খলিলুর রহমান বলেন, আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেবো। ভয় পাওয়ার আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা ব্যবস্থা নিচ্ছি। তিনি বলেন, প্রধান উপদেষ্টা সময়মতো উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, এটা আকস্মিক কোনো বিষয় নয়। সরকার এ বিষয়ে প্রস্তুত ছিল। ফ্রেব্রুয়ারির শুরুতে প্রধান উপদেষ্টা আমাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। আমি সেই অনুযায়ী দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, ট্রেড ও এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছি।