Home চট্টগ্রাম শেখ রাসেল জন্মবার্ষিকীতে সাংসদ লতিফের উদ্যোগে দোআ মাহফিল

শেখ রাসেল জন্মবার্ষিকীতে সাংসদ লতিফের উদ্যোগে দোআ মাহফিল

শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম. এ. লতিফ’র উদ্যোগে চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবন্দ কেক কেটে শেখ রাসেলের শুভ জন্মদিন পালন করেন। পরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে ফকিরহাট শেখ আবদুল লতিফ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম দোয়া মোনাজাত পরিচালনা করেন।

মাহফিলে শেখ রাসেলসহ জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সকল সদস্য এবং বর্তমান সরকার ও দেশের মঙ্গল কামনা করা হয়।

দোয়া মাহফিলে এম. এ. লতিফ এমপি’র শারীরিক সুস্থতার জন্য মহান আল্লাহ্তা’লার রহমত কামনা করা হয়।

মাহফিল উপস্থিত ছিলেন-২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল আজিজ মোল্লা, ৩০নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহম্মদ, দপ্তর সম্পাদক মোঃ ওয়ারিশ আলী খান, ৩৯নং ওয়ার্ড আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, প্রবীণ আওয়ামীলীগ নেতা এজহার মিয়া (মাইক এজহার), ৪১নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সহ-সভাপতি ওয়াহিদুল আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলমগীর হাসান, লবণ শ্রমিকলীগ’র সভাপতি আবদুল মতিন মাস্টার, পতেঙ্গা থানা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ আলী, শ্রমিক নেতা কামাল উদ্দিন চৌধুরী, ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ হোসেন, ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র আইন বিষয়ক সম্পাদক জাহিদুল আলম মিন্টু, ইউনিট আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুক্কর, ৩৬ নং ওয়ার্ড ইউনিট আওয়ামীলীগ সভাপতি মোঃ মোক্তার ও আব্দুল মান্নান চৌধুরী, ৪০নং ওয়ার্ড যুবলীগ’র সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন, ২৯নং ওয়ার্ড যুবলীগ’র সভাপতি আবছার উদ্দিন, সহ-সভাপতি রাশেদ জুবায়েইরী, সাধারণ সম্পাদক শাহীন সরওয়ার, কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন শান্ত, ব্যারিস্টার কলেজ ছাত্র সংসদের ভিপি জাহিদ হোসেন খোকন, সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ’র সাবেক এজিএস মোস্তাকিম আহমেদ গুড্ডু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, মহানগর যুবলীগের সদস্য আক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা নেছার মিয়া আজিজ, জাহেদ আলী, আনোয়ার আলী ও আব্দুল মন্নান, যুবলীগ’র নেতা হাসান উদ্দিন সোহেল, নুরউদ্দিন মারুফ, স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম, হালিমা বারেক ও জাহিদা আক্তারসহ প্রমুখ।

-সংবাদ বিজ্ঞপ্তি