Home বিশেষ প্রতিবেদন খবরের প্রভাব শেয়ারবাজারে যেভাবে পড়ে

খবরের প্রভাব শেয়ারবাজারে যেভাবে পড়ে

:কম সময়ের বিচারে শেয়ারের দামের মুহুর্মুহু ওঠানামার পেছনে দায়ী বিবিধ কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে বিশেষ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে আসা বিশেষ কিছু খবর। বাজার সংক্রান্ত বিবিধ ক্ষেত্রের পাঁচমিশালী খবর প্রতিদিনই আমাদের সামনে আসে। আর তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বা অপ্রত্যাশিত খবরের প্রভাবে কিছু কিছু শেয়ারের দাম বা অনেকসময় সামগ্রিকভাবে বাজারের সূচক উপরে উঠতে বা নিচে নামতে দেখা যায়।

২৪ ঘণ্টার নিউজ চ্যানেল ও প্রতিদিনের খবরের কাগজ, অন্যদিকে ইন্টারনেটের বিবিধ ওয়েবসাইট, ইউটিউব আর ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হাজারো খবর প্রতিদিন আমাদের মাঝে আবর্তিত হতে থাকে এবং অনেকসময় সকলের আলোচনার বিষয়বস্তুও হয়ে ওঠে। ওগুলো রাজনীতি, খেলাধুলা, বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি, অর্থনীতি, অপরাধ ইত্যাদির মত বিবিধ ক্ষেত্র থেকে হয়ে থাকে।

আমাদের জীবন ও সমাজের ভালো ও খারাপ এই দুই ধরণের খবরের পজিটিভ বা নেগেটিভ প্রভাব ব্যক্তি ভেদে আলাদা আলাদাভাবে আমাদের মনের উপর তথা সামগ্রিকভাবে সমাজের উপরেও পড়ে। একইভাবে, শেয়ার বাজারে অংশগ্রহণকারী ইনভেস্টার ও ট্রেডাররাও আসলে রক্তমাংসের মানুষ হওয়ায় এই বাজার, এখানে লিস্টেড কোম্পানি এবং ইকোনমি সংক্রান্ত বিভিন্ন খবরের প্রভাব তাদের মনেও পড়ে। আর ফলস্বরূপ, তাদের সমবেত প্রতিক্রিয়ার প্রভাবটা পরোক্ষভাবে বাজারের উপরে গিয়ে বর্তায়।

শেয়ার বাজারের উপর খবরের প্রভাব

এমনিতে একটা শেয়ারের দাম বাড়া-কমা হয় সেই শেয়ারের চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে। যোগানের থেকে চাহিদা বাড়লে দাম বাড়ে আর চাহিদার থেকে যোগান বেশি থাকলে দাম কমে। অন্যদিকে, সামগ্রিকভাবে বাজারের উত্থান-পতন নির্দেশকারী সূচকগুলো  যে সমস্ত শেয়ার একত্রিত তৈরি হয় সেই সমস্ত শেয়ারগুলোর দামের সম্মিলিত ওঠানামার ফলস্বরূপ ওঠানামা করে।

খবর সরাসরি শেয়ারের দামের উপর প্রভাব ফেলতে পারেনা। শেয়ারের দাম পরিবর্তিত হয় একটা খবরের পরিপ্রেক্ষিতে ইনভেস্টার-ট্রেডারদের সমবেত প্রতিক্রিয়ার ফলস্বরূপ। বাজার বা শেয়ার সম্পর্কিত বিশেষ একটা খবরের উপর ইনভেস্টারদের প্রতিক্রিয়া পজিটিভ হলে তারা লাভের আশায় আরো বেশি বেশি করে শেয়ার কিনতে উদ্যত হয়। ফলস্বরূপ যোগানের তুলনায় চাহিদা বাড়ে এবং শেয়ারের দাম চড়তে শুরু করে। আর অন্যদিকে প্রতিক্রিয়া উল্টো হলে লসের ভয়ে তারা তাদের কাছে থাকা শেয়ার বেচে দিতে চায়, এবং ফলস্বরূপ চাহিদার থেকে যোগান বেড়ে গিয়ে শেয়ারের দাম পড়ে যায়।

একই খবর, আলাদা প্রতিক্রিয়া

একটা খবর সব সময় যে সমস্ত বিনিয়োগকারীদের মধ্যে একই রকম প্রতিক্রিয়া তৈরি করবে, তেমনটা কিন্তু না-ও হতে পারে। বাজার, সেক্টর বা নির্দিষ্ট কোনো শেয়ার সম্পর্কিত বিশেষ কোনো খবর অনেক সময় আলাদা আলাদা গ্রুপের বিনিয়োগকারীদের মধ্যে আলাদা আলাদা রকম প্রতিক্রিয়ার জন্ম দেয়।

সাধারণভাবে একটা ভালো বার্তা, যা ব্যবসার বৃদ্ধির ক্ষেত্রে আশাপ্রদ হয়, তা স্বাভাবিকভাবে শেয়ারের দাম বাড়ার কারণ হয়। আর একটা খারাপ সংবাদ, যা ব্যবসা চলার বা বৃদ্ধির পথে বাধা তৈরি হওয়ার অশনি সংকেত বহন করে তা স্বাভাবিকভাবেই শেয়ারের দাম কমার কারণ হয়। তবে একটা ঘটনা বা খবরের প্রভাব শেয়ারের দামের ওপর যতটা পড়ার কথা কখনও তার থেকে বেশি আর কখনও কম পড়ে। কখনও আবার একেবারে বিপরীত প্রভাবও পড়ে।

খবরের মাত্রাতিরিক্ত বা স্তিমিত প্রতিক্রিয়া

কখনও কখনও খবর যত না বড়, শেয়ারের দামের উপর তার প্রতিক্রিয়া তার থেকে অনেক বেশি হয়; আবার কখনও বিশাল ব্রেকিং নিউজ-ও শেয়ারের দামে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনা। আর এটা ভালো এবং খারাপ দুই ধরনের খবরের ক্ষেত্রেই হতে পারে।

যেমন ধরুন, দুটো কোম্পানির কোয়াটারলি আর্নিং রিপোর্টে দেখা গেল তাদের লাভ একই রকম বেড়েছে। কিন্তু এই একই ধরণের ঘটনার প্রতিক্রিয়ায় একটা কোম্পানির শেয়ারের দাম ৩৫% বাড়লো তো অন্যটার মোটে ৫%! এই একই ধরণের কিন্তু বিপরীত ঘটনাও দেখা যেতে পারে লাভ কমার রিপোর্ট বেরোলে। এই সবই ঘটে রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়ার তারতম্যের ফলস্বরূপ।

বিপরীত প্রতিক্রিয়া

কখনো আবার আপাতভাবে একটা ভালো খবর শেয়ারের দাম বাড়ার বদলে কমে যাওয়ার কারণ হয় আর একইভাবে একটা খারাপ খবর শেয়ারের দাম বাড়ারও কারণ হয়!

এইমাত্র যে আর্নিং রিপোর্টের কথা বলছিলাম, সেই কথাতেই যদি ফিরে আসি, তাহলে দেখা যাবে কখনও আর্নিং রিপোর্টে লাভের খবরেও শেয়ারের দাম পড়ে যায় আবার অনেক সময় লসও শেয়ারের দাম বাড়ার কারণ হয়। এর আসল কারণ হচ্ছে আর্নিং রিপোর্ট প্রকাশ্যে আসার আগে শেয়ার সম্পর্কে বাজারের প্রত্যাশা, আগের রিপোর্টের তুলনায় বর্তমান রিপোর্টের অঙ্ক বা রিপোর্ট বের হওয়ার আগেই মাত্রাতিরিক্ত প্রত্যাশার জন্য ইতিমধ্যেই অনেকটা দামের পরিবর্তন হয়ে যাওয়া।

বড় বড় কোম্পানিগুলো তাদের আর্নিং রিপোর্ট পেশ করার আগেই বিভিন্ন অ্যানালিস্ট ওই কোম্পানির আর্নিং সম্পর্কে তাদের প্রত্যাশা প্রকাশ করে। আর আর্নিং পজিটিভ হলেও যদি প্রত্যাশার সাথে না মেলে তখন অনেক সময় শেয়ারের দাম কমতে দেখা যায়। একইভাবে আর্নিং রিপোর্টে যদি লস ও থাকে, সেটা যদি প্রত্যাশার থেকে কম হয় বা আগেরবারের তুলনায় অনেক কম হয় তবে শেয়ারের দামের উপর ভালো প্রভাব পড়ে।

কারো সর্বনাশ তো কারো পৌষ মাস!

কখনো কখনো আবার কিছু কিছু খবর যেটা কিছু শেয়ারের জন্য খারাপ হয় সেটা কিছু শেয়ারের জন্য ভালোও হয়।

এই যেমন ধরুন করোনা মহামারির সময় যখন লকডাউন হয় তখন এয়ারলাইন্স, হোটেল ও ট্র্যাভেল সম্পর্কিত শেয়ারের ওপর ভীষণভাবে নেগেটিভ প্রভাব পড়ে। কিন্তু এই একই ঘটনার প্রভাবে (প্রাথমিক শকটা কাটিয়ে ওঠার পর) ই-কমার্স, স্বাস্থ্য, মিডিয়া, ফ্রিল্যান্সিং ও টেকনোলজির বিবিধ কোম্পানির শেয়ারের দামে দারুন পজিটিভ ফল হতে দেখা যায়।

খবরের ধরণ

ঠিক যেমনভাবে আমরা সবাই সব ধরনের সংবাদের খোঁজ রাখতে পছন্দ করিনা, বা সব খবর আমাদের মনে ধরে না, তেমনি প্রতিদিন ঘটে চলা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রটা সব খবর শেয়ার বাজারের উপরেও প্রভাব ফেলে না। বিশেষ কিছু ক্ষেত্রের বিশেষ কিছু খবরই শেয়ার বাজারকে প্রভাবিত করে।

যে ধরণের খবরগুলো শেয়ার বাজারের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সেগুলোকে প্রযোজ্য ক্ষেত্রের পরিধির উপর নির্ভর করে মোটামুটি তিন ভাগে ভাগ করা যেতে পারে। যেমন,

পুরো বাজারকে প্রভাবিত করে এমন

কিছু কিছু খবর ভালো-খারাপ, ছোটো-বড় নির্বিশেষে সব ধরনের শেয়ার তথা পুরো বাজারের উপর প্রভাব ফেলে। এগুলো দেশের ভেতরের বা আন্তর্জাতিক স্তরের হতে পারে।

 

দেশের ভেতরের বিশেষ রাজনৈতিক ঘটনাবলী, ভোটের প্রত্যাশিত বা অপ্রত্যাশিত ফলাফল, বড় কোনো পলিসির বাস্তবায়ন বা পরিবর্তন, জিডিপি নম্বর, মুদ্রাস্ফীতি বা সুদের হার, বড় কোনো কেলেঙ্কারি ইত্যাদি সম্পর্কিত খবরের প্রভাব অনেক সময় সব ধরনের শেয়ারের উপরেই পড়ে। কারন, এই ধরণের বড় বড় ঘটনার প্রভাব কম-বেশি সব ধরণের ব্যবসার উপরই পড়ে। এমনকি এগুলোর সাথে কোনো শেয়ারের সরাসরি সম্পর্ক না থাকলেও যখন বেশীরভাগ কোম্পানির শেয়ারের দাম হু হু করে কমে (বা বাড়ে) তখন সেই স্রোতে ঐ সম্পর্কহীন শেয়ারগুলোও ভেসে যায়!

 

আন্তর্জাতিক

যদি কখনো পৃথিবীর দুই বা ততোধিক দেশের মধ্যে প্রকৃত যুদ্ধ বা ট্রেড ওয়ার শুরু হয়, পৃথিবী কোনো মহামারীর প্রকোপে পড়ে, প্রাকৃতিক বড় কোনো বিপর্যয় তৈরি হয় কিনবা পৃথিবীর সবথেকে উন্নত দেশগুলোয় (যেমন আমেরিকায়) যেকোনো রকম অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয় তবে সেই ধরণের খবর প্রকাশ্যে আসার পর তার নেগেটিভ প্রভাব সব দেশের শেয়ার বাজারের উপরই পড়ে।

আবার যখন এই ধরণের খারাপ পরিস্থিতিগুলো শেষ হয় বা বেশিরভাগ বাইরের দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে আশাব্যাঞ্জক খবর শোনা যায় তখন তার প্রভাব দেশের শেয়ার বাজারেও পড়ে।

উদাহরণঃ

  • ২০২০ সালের করোনা অতিমারির দুঃসংবাদ যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তখন সারা পৃথিবীর সমস্ত দেশের শেয়ারবাজারে বিশাল বড় একটা ঝটকা লেগেছিল। ওই সময়ে মাত্র কয়েকদিনের মধ্যে ভারতের নিফটি প্রায় ৪০% পড়ে গিয়েছিল।

— এই ধরণের বড় বড় খবর ছাড়াও অনেক সময় সুদ বৃদ্ধি/ কমা, যুগান্তকারী কোনো আবিস্কার, জব ডেটা, তেলের দর ইত্যাদি সম্পর্কিত খবরের প্রভাবে বাজারে ছোটোখাটো উত্থান-পতন হতে দেখা যায়।

 

অপ্রত্যাশিত ঘটনা

কিছু কিছু ঘটনা আগে থেকে কখনোই পূর্বানুমান করা যায় না। কোনো একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্টে কোনো সমস্যা ধরা পড়া এবং তা বাজার থেকে প্রত্যাহার করতে বাধ্য হওয়া, সরকারের হঠাৎ কোনো পলিসির পরিবর্তন করা, ব্যবসা ক্ষেত্রে হঠাৎ নতুন ও বড় কোনো প্রতিযোগীর আবির্ভাব হওয়া ইত্যাদির মত অপ্রত্যাশিত ঘটনার খবর অনেক সময় বিনিয়োগকারীদের মনের ওপর প্রভাব ফেলে শেয়ারের দামে হেরফের করে দেয়।

গুজব

সত্যি হোক বা মিথ্যে হোক, যেকোনো কোম্পানি সম্পর্কে কোনো একটা গুজব যখন রটে তখন তা দাবানলের মত ছড়িয়ে পড়ে। গুজবের শুরু কে বা কেন করেছিল সেটা ভাবার বা খুঁজে পাওয়ার আগেই তার ফল কিন্তু ঐ কোম্পানির শেয়ারের দামের উপর ভীষণভাবে পড়ে যায়।

এই গুজব যেকোনো বিষয়ের উপর হতে পারে। অ্যাকুইজিশন বা মার্জারের মতো ভালো বিষয়ের গুজব হলে তার প্রভাব যেমন শেয়ারের উপর পজিটিভ ভাবে পড়ে তেমনি কোম্পানির ভেতরে কোনো সমস্যার গল্প কানাঘুষোর মাধ্যমে ছড়িয়ে পড়লে তার প্রভাব হয় উল্টো। তবে গুজব যদি সত্যি না হয় সাধারণত খানিকটা সময়ের মধ্যেই তার প্রভাব কেটে যেতে দেখা যায়।

কিন্তু আপনার আমার মত সাধারণ রিটেল ইনভেস্টার বা ট্রেডারদের জন্য এগুলো শুধুমাত্র চোখের সামনে ঘটা একটা ঘটনা হয়েই রয়ে যায়। খবরের প্রভাবে শেয়ারের দামে যা পরিবর্তন হয় সেটা ইতিমধ্যে ঘটার পরেই বিষয়টা আমাদের নজরে আসে। তাই বাজারে প্রতিমুহূর্তে হাজার একটা খবর প্রকাশ পেলেও তা থেকে লাভ করার সুযোগ সাধারণ রিটেল ইনভেস্টার-ট্রেডারদের খুব একটা থাকে না। তবে লাভের সুযোগ না থাকলেও, পরিকল্পনা মাফিক কাজ করে এর নেগেটিভ প্রভাব থেকে পোর্টফোলিওকে বাঁচানোর সুযোগ সবার হাতেই থাকে।

নিজের পোর্টফোলিওতে খবরের প্রভাব কিভাবে হ্রাস করা যাবে 

আমাদের চারপাশে বা পৃথিবীতে আগামীতে কি ঘটবে, একটা কোম্পানির ভবিষ্যৎ কী হবে, শেয়ারের দাম চড়বে কি পড়বে ইত্যাদি বিষয়গুলো নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতাই আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে প্রতিদিন ঘটে চলা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের আবেগ তথা প্রতিক্রিয়াটা নিয়ন্ত্রন করা। আর শেয়ার বাজারে বিনিয়োগে সফলতার মূলমন্ত্র এটাই। বিভিন্ন রকম খবরের নেগেটিভ প্রভাব থেকে নিজের পোর্টফোলিওকে বাঁচাতে নীচের কাজগুলো করা যেতে পারে,

ধীর স্থির থাকতে হবে, আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং কোলাহল উপেক্ষা করতে হবে

আজকের দিনে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া আর ২৪ ঘন্টার নিউজ চ্যানেলের বকবকানি থেকে চারপাশে কখন কি ঘটে চলেছে সে ব্যাপারে খুব সহজেই ওয়াকিবহাল থাকা যায়। তবে এত খবর ও এত তথ্য খুব সহজেই আমাদের মনকে ওভারলোড করে দিতে পারে। প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা খবরের উপর নজর রাখা আবেগের দিক থেকে মোটেও ভালো কাজ নয়। যত বেশি বেশি খবর আমাদের মাথায় ঢোকে তত বেশি বেশি তা আমাদের আবেগের উপর প্রভাব ফেলে।

তবে চারপাশের ঘটে চলা ঘটনাবলী পুরোপুরি উপেক্ষা করাটাও বুদ্ধিমানের কাজ নয়। বিনিয়োগের যাত্রায় সবথেকে বেশি লাভের উদ্দেশ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সঠিক তথ্য জানাটাও জরুরী। তবে কোন জিনিসটা পড়া বা দেখা উচিৎ হবে এবং কত ঘন ঘন সেটা করা ঠিক হবে সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন।

ধীরস্থির থাকতে চাওয়ার থেকে প্রকৃতপক্ষে থাকাটা খুবই কঠিন একটা কাজ। তাছাড়া মিডিয়া এক একটা ছোট ছোট ঘটনাকে এত বেশি মশলাদার ও অতিরঞ্জিত করে প্রচার করে যে সেগুলো দেখার পর স্থির থাকাটা খুবই কঠিন হয়ে যায়। তাই নিজের পোর্টফোলিও এবং বিনিয়োগের পরিকল্পনার উপর ভিত্তি করে যে জিনিসগুলো সম্পর্কে জানার বা ওয়াকিবহাল থাকা প্রয়োজন সেগুলো বাদে অন্যান্য বিষয়গুলোকে যতটা উপেক্ষা করা যায় ততই মঙ্গল।

পোর্টফোলিও ডাইভারসিফাই করতে হবে

বিনিয়োগের পরিকল্পনার একটা প্রধান উপাদান হচ্ছে ডাইভারসিফিকেশন। বাজার সংক্রান্ত সমস্ত রকম ঝুঁকির মতোই খবরের প্রভাব থেকে পোর্টফোলিওকে বাঁচানোর একটা ভালো দাওয়াই হল ডাইভারসিফাই করা।

যেমন ধরুন, খবর যদি একটা কোনো কোম্পানি সম্পর্কে হয় তবে একাধিক শেয়ার পোর্টফোলিতে থাকলে ওই একটা শেয়ারের দামের উত্থান পতন থেকে পোর্টফোলিওকে বাঁচানো যায়। আবার বিভিন্ন সেক্টর থেকে শেয়ার পোর্টফোলিওতে থাকলে একটা সেক্টরের ওপর প্রভাব ফেলে এই রকম বার্তা পুরো পোর্টফোলিওর ভ্যালুর উপর খুব একটা প্রভাব ফেলতে ব্যর্থ হয়। আর পুরো বাজারকে প্রভাবিত করে এমন সংবাদ থেকে পোর্টফলিওকে বাঁচায় গোল্ড ও বন্ড।