Home শেয়ারবাজার শেয়ার নিয়ে কারসাজি: ৬৭ লাখ টাকা জরিমানা

শেয়ার নিয়ে কারসাজি: ৬৭ লাখ টাকা জরিমানা


বিজনেসটুডে২৪ প্রতিনিধি 
ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বিচ হ্যাচারির শেয়ার কারসাজিতে কোম্পানিটির দুই পরিচালকসহ মোট চারজনকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 
জানা যায়, ভুয়া মূল্যসংবেদনশীল তথ্য প্রচারের মাধ্যমে শেয়ারদর বাড়িয়ে কারসাজি করেছেন তারা।
তথ্যমতে, বিচ হ্যাচারির শেয়ার কারসাজির কারণে কোম্পানিটির পরিচালক ফাহমিদা ইসলামকে ২ লাখ টাকা, করপোরেট পরিচালক মেঘনা শ্রিম্প কালচার লিমিটেডকে ৫ লাখ টাকা, কারসাজির সঙ্গে জড়িত বিও হিসাব ধারণকারী এসএম মফিদুল হককে ৫০ লাখ টাকা এবং মোহাম্মদ সাইফ উল্লাহকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি বিচ হ্যাচারি লিমিটেডের পরিচালনা পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৬ পয়সা। ৩০ জুন প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়ায় ৯ টাকা ৮০ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ১৪ পয়সা।