Home কলকাতা শেষকৃত্যের পর জানানো হলো শাঁওলি মিত্রের মৃত্যু সংবাদ

শেষকৃত্যের পর জানানো হলো শাঁওলি মিত্রের মৃত্যু সংবাদ

বিজনেসটুডে২৪ ডেস্ক

পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র মারা গেছেন। রবিবার বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ‘নাথবতী অনাথবৎ’খ্যাত শাঁওলি মিত্র। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর প্রকাশ করা হয়েছে তার মৃত্যু সংবাদ। সেটা ছিল তার ইচ্ছে। তাই সেটা করা হয়েছে।  দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শাঁওলি মিত্র। তাঁর প্রয়াণের খবরে শোকস্তব্ধ বাংলা নাট্য জগৎ।

জানা গেছে, বছর দুয়েক আগে শাঁওলি মিত্র একটি ইচ্ছাপত্র তৈরি করেছিলেন। রীতিমতো সরকারি স্ট্যাম্পপেপারে লিখে তিনি জানিয়ে যান, তাঁর মৃত্যুর খবর যেন শেষকৃত্যের পরে সকলকে জানানো হয়। শেষ দু’বছর তিনি অসুস্থতায় হাসপাতালেও যেতে চাননি, বাড়িতেই ছিলেন। বারবার বলতেন, মৃত্যুর পরে ফুলের ভার বইতে চান না তিনি, চান না সমারোহ, ভিড়। তাঁর মৃত্যুর পরে তাঁকে যেন প্রদর্শন না করা হয় কোথাও। সেই ইচ্ছাকেই মর্যাদা দিয়েছেন তাঁর প্রিয়জনেরা।testament of Shaoli Mitraশম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি মিত্র। নাট্যজগতে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে শম্ভু মিত্রর মৃত্যু নিয়ে। কারণ অনেকেরই মনে পড়ে যাচ্ছে, শম্ভু মিত্রও একই ইচ্ছা প্রকাশ করেছিলেন। চেয়েছিলেন, মৃত্যুর পরে যত দ্রুত সম্ভব তাঁর শেষকৃত্য যেন সম্পন্ন হয়। অন্ত্যেষ্টির পরেই যেন সকলকে তাঁর মৃত্যু সংবাদ জানানো হয়।

কোনও অতিরিক্ত সম্মান প্রদর্শন, গান স্যালুট, উচ্চকিত স্মৃতিচারণা— কাউকে কোনও সুযোগই দেননি শম্ভু মিত্র। মেয়ে শাঁওলি মিত্রকেই বলে গিয়েছিলেন নিজের শেষ কথাকটি। জানিয়েছিলেন, দিনের শেষে একজন সামান্য মানুষ তিনি। তাই শেষবেলাতেও যেন সামান্য আয়োজনটুকুই হয়। তাই হয়েছিল ১৯৯৭ সালে। গভীর রাতে, সবার অলক্ষ্যে সিরিটি শ্মশানে শেষকৃত্য সমাধা হয়েছিল তাঁর।

শাঁওলি আজীবন ছিলেন বাংলা থিয়েটার ও সিনেমার একনিষ্ঠ কর্মী। অভিনয় জীবনের শুরুতেই কাজ করেছেন ঋত্বিক ঘটকের মতো চিত্রপরিচালকের সঙ্গে। ২০০৩ সালে অনন্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সংগীত নাটক আকাদেমি পুরস্কার। ২০১২ সালে অভিনয়ে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত করে। তিনি আমৃত্যু ছিলেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির দায়িত্বে।