বিজনেসটুডে২৪ ডেস্ক
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার মাধ্যমে শেয়ারবাজারে আসতে চায় গার্মেন্টস কোম্পানি এস্ট্রো ষ্টিচ আর্ট লিমিটেড।
এরই ধারাবাহিকতায় কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু করার জন্য তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
রবিবার (২৮ মার্চ) রাজধানীর মাইডাস সেন্টারে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, এস্ট্রো ষ্টিচ আর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম, পরিচালক ইমন রহমান শিরিন, ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নোমানুর রশীদ, মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হাফিজ উদ্দিন ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু নাইম মো. ইব্রাহিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া কোম্পানিটি আইপিও পরামর্শক হিসাবে কাজ করবে ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেড।