Home First Lead শেয়ারবাজারে কারসাজির দিন শেষ

শেয়ারবাজারে কারসাজির দিন শেষ

  • অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা
  • দৈনিক লেনদেন হবে ৫ হাজার কোটি টাকার
  • আরও ব্রোকারেজ হাউস হবে

বিজনেসটুডে২৪ ডেস্ক

যতই শক্তিশালী হোক, পুঁজিবাজারে কারসাজি করে আর পার পাওয়া যাবে না।  এখান থেকে টাকা নিয়ে পালানোর দিন শেষ। এ ক্ষেত্রে যারা আগে বিভিন্নভাবে অনিয়মে যুক্ত ছিলেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। পুঁজিবাজার বিষয়ক এক ভার্চুয়াল সেমিনারে  শনিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এসব কথা বলেন।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ও সাবেক সচিব মো. ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেইন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হাসান ইমাম।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, পুঁজিবাজারের ব্যবসা সহজ করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, এসইসির পক্ষ থেকে সরকারের সঙ্গে সমন্বয় করে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।  তিনি বলেন, পুঁজিবাজার থেকে অনিয়ম ও বিভিন্ন কারসাজি দূর করতে ডিএসইর তথ্যপ্রযুক্তি বিভাগে সংস্কার জরুরি। ডিএসইর ওয়েবসাইট নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তার জন্য গঠিত তদন্ত কমিটি রিপোর্ট চূড়ান্ত করেছে।  শিগগিরই তারা আমাদের কাছে রিপোর্ট জমা দেবেন।  রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে বলব।

তিনি বলেন, শেয়ারবাজারে সুশাসন নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ নিতে যাচ্ছে এসইসি। এককভাবে ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার নেই এমন কোম্পানির ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। অনেক পর্ষদ ভেঙেও দেওয়া হতে পারে। পাশাপাশি স্বতন্ত্র পরিচালকদের কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া সম্প্রতি ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোর ব্যাপারে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাজারকে আরও বড় করতে হবে, যাতে তিন থেকে পাঁচ হাজার কোটি টাকা দৈনিক লেনদেন হয়।

এসইসির চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে শতভাগ সুশাসন নিশ্চিত করতে না পারলে, মানুষ এখানে বিনিয়োগের ঝুঁকি নেবে না। পুঁজির নিরাপত্তা দিতে না পারলে তারা কষ্টার্জিত অর্থ কেন পুঁজিবাজারে নিয়ে আসবে? প্রশ্ন রাখেন তিনি। এ কারণে সবার আগে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা জরুরি। তিনি আরও বলেন, মানুষের কাছ থেকে টাকা নেওয়ার পর কিছু কোম্পানি ঠিকমতো কাজ করছে না। হঠাৎ কোম্পানি বন্ধ করে চলে যাচ্ছে।  উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষকে ঠকানোর চেষ্টা করেছে, সেসব কোম্পানিতে সম্ভবত আমাদের বোর্ডও ভেঙে দিতে হতে পারে।  সেখানে আমরা স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর চেষ্টা করব।  আইনের মধ্যে থেকেই এগুলো করা হবে।  না হলে শেয়ার বাইব্যাক (পুনঃ ক্রয়) করে নেওয়ার ব্যবস্থা করা হবে।

শিবলী রুবাইয়াত বলেন, পুঁজিবাজারে বৈচিত্র্য আনতে হবে।  শুধু সেকেন্ডারি মার্কেট থাকলে হবে না।  এই বাজারকে অনেক বড় করতে হবে। বর্তমানে প্রতিদিন ১ হাজার কোটি টাকার লেনদেন হয়। এই লেনদেনকে দ্রুত ৩ থেকে ৫ হাজার কোটিতে নেওয়ার জন্য কাজ করতে হবে। এ জন্য সারা দেশে ব্রোকারেজ হাউজের শাখা ছড়িয়ে দিতে হবে। এমনকি দেশের বাইরেও ডিজিটাল আউটলেট করার ব্যাপারে চিন্তা করা হচ্ছে। তিনি আরও বলেন, ইক্যুইটিভিত্তিক পুঁজিবাজার থেকে বের হওয়ার চেষ্টা করছি। গত সাড়ে ৩ মাসে প্রায় ৩ হাজার কোটি টাকার সাব-অর্ডিনেটে ও পার্পিচুয়াল বন্ড এবং ৮৫০ কোটি টাকার জিরো কুপন বন্ডের অনুমোদন দিয়েছি।  এতে বাজারের সবকিছু বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, কিছু দুষ্টলোক নিয়মনীতি না মেনে অপকর্মে লিপ্ত হলে, ওই ধরনের ২-৫ শতাংশের জন্য সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হতে দেব না।  সেই সুযোগ ইনশা আল্লাহ আর হবে না।  এ নিয়ে আমরা সবাইকে আশ্বস্ত করতে পারি। এ ব্যাপারে আপনাদেরও নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।  যাতে কেউ ক্ষতি করে বা চালাকি করে টাকাপয়সা নিয়ে যেতে না পারে।  স্বতন্ত্র পরিচালকদের নিয়ে আগামীতে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে জানান তিনি। আইনে কাভার করলে কিছু স্বতন্ত্র পরিচালককে সরিয়ে দিতে হতে পারে। তাদের জায়গায় সঠিক স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে। এই স্বতন্ত্র পরিচালকদের যে উদ্দেশ্যে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা এখনো পূরণ হয়নি।  আমরা এ সপ্তাহে স্বতন্ত্র পরিচালকদের অনলাইনে আবেদন নেওয়া শুরু করব।  যারা যোগ্য হবেন, তাদের নেওয়া হবে।

সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানটির যে কাজ, সেটা তারা সঠিকভাবে করতে পারছে না।  এ কারণে সরকারের নির্দেশে আইসিবিকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য সংগ্রহের পর নভেম্বর-ডিসেম্বর থেকে আইসিবি পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। তখন সরকার থেকে আইসিবিকে আরও তহবিল দেওয়া হবে।  তার মাধ্যমে বাজার স্থিতিশীল রাখতে আইসিবির যে ভূমিকা, সেটা রাখতে পারবে।

ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বলেন, বাংলাদেশ সামাজিক উন্নয়নে বিশে^র রোল মডেল অথচ পুঁজিবাজার ও আর্থিক খাতে উল্টো চিত্র। আর্থিক খাত যেটুকু উন্নতি করেছে, তা-ও প্রান্তিক জনগণের দ্বারা হয়েছে। এখানে শিক্ষিত জনগোষ্ঠীর কোনো অবদান নেই বললেই চলে।  নতুন কমিশন আসার পর পুঁজিবাজার ঘুরে দাঁড়াচ্ছে।  দীর্ঘমেয়াদে উন্নতি করতে হলে সুশাসন জরুরি। টেকসই পুঁজিবাজার করতে হলে এখানে স্বচ্ছতা দরকার। তাই এসইসি, ডিএসই, সিএসইসহ পুঁজিবাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি করার প্রস্তাব করেন তিনি।  যে কমিটি বাজারসংশ্লিষ্ট নতুন সিদ্ধান্ত বা নীতিমালা তৈরি করাসহ নানাভাবে ভূমিকা রাখবে।

আসিফ ইব্রাহীম বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের এক রিপোর্টে বলা হয়, বাংলাদেশের পুঁজিবাজার পেশাদারদের মাধ্যমে পরিচালিত হয় না।  এটি গুজবভিত্তিক মার্কেট।

ড. হাসান ইমাম বলেন, বাংলাদেশের অর্থনীতি ব্যাংকিং খাতের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। এটি অর্থনীতির জন্য ক্ষতিকর।  তাই শক্তিশালী পুঁজিবাজার গঠনের বিকল্প নেই। তা ছাড়া বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কম।  ৯০ শতাংশ বিনিয়োগই ব্যক্তিপর্যায়ের। এ জন্য এখানে বাজার পতনমুখী হলে ১০ বছর লেগে যায় ঘুরে দাঁড়াতে।  অথচ উন্নত বিশ্বে ৩ থেকে ৬ মাসের মধ্যে বাজার ঘুরে দাঁড়ায়।