বিজনেসটুডে২৪ ডেস্ক
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১১ এপ্রিল) বড় দরপতনের মধ্য দিয়ে দেশের শেয়ারবাজারে লেনদেন হয়েছে। ব্যাংক, বিমা, ওষুধসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমেছে। ফলে ৯০ পয়েন্ট কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স।
রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ২২৪ পয়েন্ট। পাশাপাশি কমেছে বেশির ভাগ শেয়ারের দাম ও লেনদেন। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৫৫ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৭২ কোটি ৮১ লাখ ৯৬ হাজার টাকা।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছে ২৪টির, কমেছে ২৬৪টির, আর অপরিবর্তিত ছিল ৫২টি কোম্পানির শেয়ারের দাম। বাজার সংশ্লিষ্টরা বলছেন, করোনার সংক্রমণ রোধে সরকার ১৪ এপ্রিল থেকে কঠোর ও সর্বাত্মক লকডাউন দিচ্ছে। পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নে ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছে। এই দুই ইস্যুকে কেন্দ্র করে বাজারে বড় দরপতন হয়েছে।