বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আবারও বড় ধরনের সূচক পতন হলো শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে ২৯২ টি কোম্পানির শেয়ার দর কমেছে। ৫৭টির দর বেড়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৭০ পয়েন্ট।
সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে। ১৪৭১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। বৃহস্পতিবারে লেনদেনের পরিমাণ ছিল ১৩১০ কোটি টাকা।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করে ২৬৯৮ ও ১৪৮৭ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের লেনদেন শেষ হয়েছে পতনে। সিএসই সার্বিক সূচক ১২২ পয়েন্ট কমে ২০ হাজার ৫৭০ পয়েন্টে অবস্থান করছে।