বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: একটানা ৮ কার্যদিবস উত্থানের পর আজ মঙ্গলবার ( ১৮ মে ) পতন হয়েছে। কমেছে সব সূচক। তবে, লেনদেন বেড়েছে। ১,৭১৯ কোটি টাকার শেয়ার হস্তান্তর হয়েছে। যা, সোমবারের চেয়ে ১৮৫ কোটি টাকা বেশি।
ডিএসইতে ৩৬৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে ১০৩টির দর বেড়েছে। দর কমেছে ২১৫টির। অবশিষ্ট ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৯.২৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩.৯৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮১.১৩ পয়েন্টে এবং ২ হাজার ১৯৪.৭৯ পয়েন্টে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।