বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সপ্তাহের প্রথম দিন রবিবার ২৬ সেপ্টেম্বর সূচক কমেছে, তবে বেড়েছে মোট লেনদেন। দুই হাজার ২৫৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে ডিএসইতে।
রবিবার সব সূচক কমেছে। কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। দর বেড়েছে, দর কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। তবে লেনদেন বেড়েছে আগের কার্যদিবস থেকে ৪০০ কোটি টাকা অধিক। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ২৩৭.১৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৬.৪৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৭৪.৫৮ পয়েন্টে এবং দুই হাজার ৬৬৫.৬১ পয়েন্টে।