বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বাজেট নিয়ে হতাশা দেখা দিয়েছে পুঁজিবাজারে। বাজেট-পরবর্তী প্রথম কার্যদিবসে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অধিকাংশ শেয়ারের দর হ্রাসে সূচকের বড় পতন হয়েছে। কমে গেছে লেনদেনে অংশগ্রহণকারীর সংখ্যাও।
শেয়ারের দরপতনের সীমা সীমিত থাকার মধ্যেই গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কেনাবেচা হওয়া ৮০ শতাংশ শেয়ারের দর হ্রাসে প্রধান মূল্যসূচকটি কমেছে প্রায় ৪৯ পয়েন্ট। কেনাবেচা আগের দিনের তুলনায় ১৬ শতাংশ কমে ৬৩৬ কোটি টাকায় নেমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নির্বাচিত খাতসমূহের সূচক কমেছে ৮১ পয়েন্ট। স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন কমেছে ৩৪ শতাংশ।
গত ৯ জুন অর্থমন্ত্রী ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন। কিন্তু এই বাজেটে পুঁজিবাজারের জন্য আলাদা করে কিছুই রাখা হয়নি। আবার করপোরেট করহার আড়াই শতাংশীয় পয়েন্ট কমানোর যে প্রস্তাব অর্থমন্ত্রী দিয়েছেন, সেখানেও পুঁজিবাজারের কোম্পানিগুলোর কঠিন শর্ত দেওয়া হয়েছে। ভালো কোম্পানি পুঁজিবাজারে আনতে কোনো সুবিধা রাখেননি তিনি। প্রায় দেড় যুগ ধরে সরকারি লাভজনক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তির কথা বলা হলেও চলতি বাজেটে এ বিষয়ে কোনো বক্তব্য নেই। অথচ দেশের পুঁজিবাজার ভালো কোম্পানির আইপিও সংকটে ভুগছে।
বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী অর্থবছরের বাজেটে করপোরেট কর কমানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার সুবিধা পুঁজিবাজারের এক-তৃতীয়াংশ কোম্পানি পাবে না। ব্যাংক, বীমা, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, মোবাইল ফোন অপারেটর, তামাক কোম্পানির করহার অপরিবর্তিত রয়েছে।