বিজনেসটুডে২৪ ডেস্ক
এক মাসে আয় ৬৬৪ কোটি টাকা। এই আয় কোন শিল্পপতির নয়, এই বিপুল পরিমান টাকা আয় করলেন এক অর্থনীতির ছাত্র। অবিশ্বাস্য হলেও সত্য। কি করে মাত্র ৩০ দিনে এত টাকা আয় করলেন ছাত্র তা হার মানায় সিনেমার কোনও চিত্রনাট্যকেও।
ছাত্রের নাম জেক ফ্রিম্যান। তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় (Southern California) এক বিশ্ববিদ্যালয়ে গণিত এবং অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। বরাবরই তাঁর স্বপ্ন কোটি কোটি টাকা রোজগারের। কিন্তু তাঁর স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিল টাকা। কিন্তু আর্থিক অক্ষমতা সত্ত্বেও নিজের স্বপ্ন থেকে লক্ষ্যভ্রষ্ট হননি।
তিনি মোটা অংকের টাকা ধার করেন বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছ থেকে। সেই টাকা দিয়ে গত জুলাইয়ে ৫০ লক্ষ শেয়ার কিনে নেন জেক ফ্রিম্যান। শেয়ার প্রতি খরচ হয়েছিল ৪৪০ টাকা। যে শেয়ার তিনি ৪৪০ টাকায় কিনেছিলেন, এক মাস পর সেই শেয়ারের এক একটির দাম হয় ২,১৬০ টাকা। শেয়ারের দাম বাড়তেই তা বিক্রি করতে এক মুহূর্ত দেরি করেননি জেক। সমস্ত শেয়ার বিক্রি করে তিনি আয় করেন ৮৯৭ কোটি টাকা। অর্থাৎ এক মাসে তাঁর লাভ হয় ৬৬৪ কোটি টাকা।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জেক ফ্রিম্যান জানিয়েছেন, বিপুল পরিমান টাকা রোজগারের পর পরিবারের লোকেদের আশঙ্কা ছিল আমাকে কেও অপহরণ করতে পারে, কিন্তু আমি ভীত নই। আমি আমার লক্ষ্যে এগিয়ে যেতে চাই। আপাতত পিএইচডি নিয়ে ব্যস্ত থাকতে চাই। যাদের কাছ থেকে টাকা ধার করেছিলাম তাঁদের প্রত্যেককেই কৃতজ্ঞতা জানিয়েছেন।
এদিকে জেক ফ্রিম্যান যে কোম্পানীর শেয়ার কিনেছিলেন সেই সংস্থার সিএফও গুস্তাভো আর্নালের বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিয়ের অভিযোগ ওঠে। যার জেরে অন্য শেয়ারহোল্ডাররা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েন। আর সেই বিপুল ক্ষতির কারণে ম্যানহাটনে তাঁর আবাসনের ১৯তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন গুস্তাভো।