জাতীয় শোক দিবসে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দুস্থদের মাঝে খাবার বিরতণ, বাংলাদেশ মহিলা সমিতি বাওয়া’র এতিমখানায় দোয়া মাহফিল ও বিকালে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সেমিনার হলে সকল স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী প্রথমেই ১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের অন্যান্য যারা শহীদ হয়েছেন পরম করুনাময় মহান আল্লাহর নিকট তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
আরো বক্তব্য রাখেন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব, পরিচালক সাবিনা কাইয়ুম, সদস্য ইসমত আরা খন্দকার, শাহনাজ আমিনা নাহার লিপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রুহী মোস্তফা, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট জেসমিন আক্তার, পরিচালক শাহেলা আবেদিন, প্রাক্তন পরিচালক শামীম মোর্শেদ, নূর আক্তার জাহান, নাজমা আক্তার, সদস্য মাইনু নিজাম, সারা তানভী, ছমুদা বেগম, আমরুজ ছিদ্দিকী, ফাতেমা ইসলাম লিজা, রোকেয়া রহমান, শেখ শিরিনুর, রহিমা আক্তার ডলি, রোকেয়া নাসরিন, রোকেয়া বেগম ও রিফাত ফাতেমা চৌধুরী।-সংবাদ বিজ্ঞপ্তি