Home সারাদেশ শোক দিবসে কুলাউড়ায় ৩৫ ক্লিনিকে বিশেষ সেবা

শোক দিবসে কুলাউড়ায় ৩৫ ক্লিনিকে বিশেষ সেবা

  কুলাউড়া (মৌলভীবাজার) থেকে আজহার মুনিম শাফিন :জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় কুলাউড়া উপজেলার ৩৫ টি কমিউনিটি ক্লিনিকে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত  উপজেলার ১৩ টি ইউনিয়নের সকল কমিউনিটি ক্লিনিক জাতীয় শোক দিবস উপলক্ষে দিবসের ব্যানার টানানো ও স্বাস্থ্যশিক্ষা অধিবেশন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

রবিবার সরকারি তালিকায় ছুটির দিন হলেও জাতীয় শোক দিবস পড়ায় খোলা ছিল কুলাউড়া উপজেলার ৩৫টি কমিউনিটি ক্লিনিক। তবে, অন্যান্য দিনের তুলনায় রোগির উপস্থিতির সংখ্যা ছিল কম। তবু সরকারি সেবা পেয়ে খুশি গ্রামীণ জনপদের মানুষগুলো।

সরকারিভাবে চালুকৃত এসব কমিউনিটি ক্লিনিকে সকল প্রকার প্রাথমিক চিকিৎসা সেবা পাওয়া যায়। জটিল রোগি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। এখানে গর্ভবতী মায়েদের এএনসি এবং গর্ভউত্তরদের পিএনসিসহ সকল সেবা প্রদান করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সিএইচসিপি আবুল কাশেম, আহমদুল কবির, আব্দুল মোহিত, শেখ মোহাম্মদ ইব্রাহীম, আবুল হোসেন জানান, সাধারণত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সরকারি সেবা দেয়া হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিটি ক্লিনিকে বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার উপর বিশেষ স্বাস্থ্য শিক্ষা প্রদান, স্বাস্থ্যসেবা প্রদান সহ নানারকম কর্মসূচী পালন করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন কুলাউড়া থানা পুলিশ ।
রবিবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় কুলাউড়া থানা প্রাঙ্গনে ২ শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর , কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষন রায়, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম  উপস্থিত থেকে  এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। 
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষন রায় বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে মোট ২০০ গরীব দুস্থদের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এলাকায় করোনা কালিন সময়ে এই মানবিক সহায়তার পাশাপাশি বিভিন্ন ধরনের সেবামূলক  কর্মকান্ড অব্যাহত রয়েছে।