Home খেলাধুলা শোধ দিতে পারেনি বার্সেলোনা

শোধ দিতে পারেনি বার্সেলোনা

বিজনেসটুডে২৪ ডেস্ক:

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় হেরেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ৫৬ মিনিটে জাইম মাতার পেনাল্টি গোলে এগিয়ে যায় গেটাফে।

শেষ পর্যন্ত এই গোল আর শোধ দিতে পারেনি বার্সেলোনা। ২০১১ সালের পর বার্সার বিপক্ষে জয়ের আনন্দে মাঠ ছাড়ে গেটাফে।

চলতি মৌসুমে এটাই রিয়াল-বার্সার প্রথম হার। পাঁচ ম্যাচ খেলে তিনটিতে জয় ও একটিতে ড্র করেছে জিদানের শিষ্যরা। ১০ পয়েন্ট নিয়ে রয়েছে সবার উপরে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে গেটাফে রয়েছে দ্বিতীয় স্থানে।

এদিকে ছয় ম্যাচে অংশ নিয়েছে কাদিজ। তিনটিতে জয় ও ১ ম্যাচে ড্র করছে ১৪ বছর পর লা লিগায় ফেরা কাদিজ রয়েছে তৃতীয় স্থানে।

অন্যদিকে চার ম্যাচে ২ জয় ও একটিতে ড্র ও একটি হেরেছে বার্সা। সাত পয়েন্ট তুলে নবম স্থানে রয়েছে লিওনেল মেসিরা।