কলকাতা: কলকাতা বন্দরের নতুন নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর।
কলকাতা বন্দরের দেড়শ বছর পূর্তির অনুষ্ঠানে আজ এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কলকাতা বন্দরের মাহাত্মের কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কলকাতা বন্দর শুধু জাহাজের যাতায়াতের জায়গা নয়। পুরো ইতিহাস এই বন্দরের মধ্যে অন্তর্নিহিত।’ কলকাতা বন্দরকে নিউইন্ডিয়ার প্রতীক বানানো হবে।
আরও বললেন, হলদিয়ায় একটি মাল্টিমোডাল টার্মিনাল গড়ে তোলা হবে।
গঙ্গা নদীর নাব্যতা বাড়ানো হবে যাতে বড় জাহাজ সহজে ভিড়তে পারে। ২০২১ সালের মধ্যে এসব কাজ সম্পন্ন হবে।
কলকাতা বন্দরের উন্নতির জন্য কেন্দ্রের সরকারের আরও পরিকল্পনা রয়েছে। যাতে প্রকৃত অর্থেই কলকাতা হয়ে উঠে বহির্বিশ্ব ও দেশের ভিতরের শহরগুলির সঙ্গে জলপথে যোগাযোগের এক সঙ্গমস্থল ।
বিজনেসটুডে২৪ ডেস্ক