Home চট্টগ্রাম ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য কমাতে হবে

ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য কমাতে হবে

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আলাচনা সভা

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আলোচনা সভা

চট্টগ্রাম: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে শুক্রবার  “জুলাই গণঅভ্যুত্থান: বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণে বিপ্লবী শ্রমিক আন্দোলন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নগরীর দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রচার-প্রকাশনা সম্পাদক কমরেড জুলফিকার আলী। জেলা শাখার আহবায়ক হেলাল উদ্দিন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরাম হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য নুরুল হুদা নিপু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সদস্য আহমদ জসীম, ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলা সদস্য সচিব মোহাম্মদ মনির হোসেন, শ্রমিক নেতা নাসির উদ্দিন, মোহাম্মদ মাসুদসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ” ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সামনে স্বৈরাচারী হাসিনা পদত্যাগ  ও দেশ ছেড়ে পালালেও বিদ্যমান শোষণমূলক ব্যবস্থা পাল্টায়নি। জনগণের অর্জিত সম্পদ এবং শ্রমিকের শ্রম শোষণের জন্য এই পুঁজিবাদী ব্যবস্থা ফ্যাসীবাদী কাঠামো তৈরি করেছে। আইনের শাসন, জনগণের নিরাপত্তা, সুবিচার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে এখনো জনমনে স্বস্তি আসে নি। জনগণের জীবনমান উন্নয়নের জন্য অন্ন, বস্ত্র  শিক্ষা,চিকিৎসা, বাসস্থান সহ মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয়নি। একদিকে শ্রমিকদের মানবেতর জীবন অপরদিকে নূন্যতম বেতন কাটামো নির্ধারণ করা যায়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের
জীবনে নাভিশ্বাস উঠে গেছে কিন্তু অসাধু ব্যবসায়িদের সিন্ডিকেট ভেঙে দ্রব্য মূল্য কমানোর কোনো উদ্যোগ এ সরকার এখনো পর্যন্ত নিতে পারেনি। শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করলে শ্রমিকদের উপর রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে এখনো শ্রমিকদের প্রাণ দিতে হচ্ছে । ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে এখন এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। এসময়ে শ্রমিকদের জীবনমানের উপর নজর না দিলে অভ্যুত্থানের আকাঙ্খা পূরণ করা সম্ভব নয়।কাজ,ন্যায্য মজুরি  ও ট্রেড ইউনিয়ন অধিকার আদায়ে ঐক্যবদ্ধ লড়াই চালাতে হবে।শুধু অবস্থার পরিবর্তন করলে হবে না শ্রমিক শ্রেণিকে বিদ্যমান শোষণ মুলক ব্যবস্থা পাল্টানোর সংগ্রামে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
-সংবাদ বিজ্ঞপ্তি