Home অন্যান্য শ্রীমঙ্গলে চা শ্রমিকদের কর্মবিরতি

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের কর্মবিরতি

সিলেটের ২১ চা বাগান শ্রমিকরা বুধবার মানববন্ধন করে বিভিন্ন দাবিতে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

শ্রীমঙ্গল: দুর্গাপূজার আগে বেতন বৃদ্ধিসহ বোনাস পরিশোধের দাবিতে  এখানকার সব চা-বাগানের শ্রমিকরা একযোগে কর্মবিরতি পালন এবং পৌর শহরের চৌমুহনা চত্বরে সড়ক অবরোধ করেন।

বৃহস্পতিবার ( ৯ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার সবগুলো চা-বাগানের শ্রমিকরা এ কর্মবিরতি পালন করেন।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, মালিক পক্ষের সঙ্গে বৈঠকে ৩০০ টাকা মজুরি দাবির পরিপ্রেক্ষিতে ১২০ টাকা দিতে রাজি হলেও দীর্ঘ ২৩ মাস পরও ১০২ টাকা হারে মজুরি দেওয়া হচ্ছে।

দুর্গাপূজার আগেই চা-শ্রমিকদের নতুন মজুরিসহ বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানান। এরই ধারাবাহিকতায় চা-বাগান শ্রমিকরা অভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন