Home পরিবেশ শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর

 বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: শ্রীমঙ্গলের খাইছড়া চা বাগানে পাওয়া ১২ ফুট লম্বা অজগর সাপটি আজ রবিবার সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেয়া হবে।

শনিবার রাতে সাপটি খাইছড়া বাগানের রাস্তা থেকে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন সাপটি দেখে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে জানায়।

রাত ১১টায় শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব সেখান থেকে অজগরটি  উদ্ধার করে নিয়ে আসেন। 

সজল দেব জানান, সাপটি প্রায় ১২ ফুট লম্বা এবং ওজন ৯ কেজি। বন-বিভাগের সঙ্গে কথা বলে সাপটিকে আজ রবিবার জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।