Home চা শিল্প শ্রীমঙ্গলে ৪র্থ নিলামে চা উঠে ১,৪৩,০০০ কেজি

শ্রীমঙ্গলে ৪র্থ নিলামে চা উঠে ১,৪৩,০০০ কেজি

বুধবার শ্রীমঙ্গল কেন্দ্রে চা নিলাম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

মৌলভীবাজার: বুধবার এখানে অনুষ্ঠিত চলতি মওসুমের চতুর্থ নিলামে ১ লাখ ৪৩ হাজার কেজি চা বিক্রির জন্য ছাড়া হয়।

শ্রীমঙ্গল টি ব্রোকার্স, রূপশী বাংলা টি ব্রোকার্স এবং জালালাবাদ টি ব্রোকার্স এসব চা নিলামের জন্য ক্যাটেলগভুক্ত করেন।

শ্রীমঙ্গল টি ব্রোকার্স নতুন জাতের চা নিলামে তোলে। স্কয়ার গ্রুপের শাবাজপুর টি এস্টেট এ উৎপাদিত লেমন গ্রিন টি, হানি গ্রিন টি, আর্ল গ্রিন টি ও মার্চচা গ্রিন টি নিলামে তোলা হয়। নতুন উৎপাদিত হানি গ্রিন টি এর প্রতি কেজির দাম উঠে ৫ হাজার টাকা এবং লেমন গ্রিন টি এর মুল্য ২ হাজার ৫শত টাকা। শ্রীমঙ্গল টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক জহর তরফদার এ তথ্য জানান।