বিজনেসটুডে২৪ প্রতিনিধি
শ্রীমঙ্গল: এখানে অবস্থিত দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে সোমবার সকালে আগুন লেগে ৪টি এসি, কম্পিউটার ও ডকুমেন্টস পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসসূত্রে জানা যায়, শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের খাঁন টাওয়ারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ ওই টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত চা নিলাম কেন্দ্রে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পেছনে যাওয়ার রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা আরেকটি টিন শেডের ঘরের উপর দিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়।
টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর তরপদার জানান, ২৭ এপ্রিল এ বছরের প্রথম চা নিলামের জন্য কর্মপরিকল্পনা করতে তারা সভায় বসেছিলেন। এসময় হঠাৎ করে এসিতে আগুন ধরে যায়।
তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটেছে। চারটি এসি ও কম্পিউটার পুড়ে গেছে। এছাড়াও আসবাবপত্রসহ সারা ঘর ধোয়ায় কালো হয়ে গেছে বলেও জানান তিনি।