নিয়ামতপুর(নওগাঁ)থেকে মো. ইমরান ইসলাম: করোনা ভাইরাস সংক্রমন রোধে মানবিক সহায়তা ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নে দুঃস্থ ও অসহায় ১৯৫৯ জন পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।
রবিবার(১৮ জুলাই)সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু।
এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার শাহীন ইকবাল সহ ইউপি সচিব, ইউপি সদস্যরা। উক্ত চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু বলেন, প্রতিটি ইউনিয়নে হাজার হাজার মানুষের চাল পাওয়ার চাহিদা রয়েছে। আমরা সবাইকে একসাথে দিতে পারছি না। পর্যায়ক্রমে অন্যরাও পাবেন।প্ রধানমন্ত্রীর ঘোষণা বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না- এটা মনে রাখতে হবে। এরপরও কেউ তালিকায় অভুক্ত থাকলে আমাকে জানাবেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবেলা করতে আহ্বান জানান।
উল্লেখ্য, শ্রীমন্তপুর ইউনিয়নে ১৬০৯ জন পরিবারের মাঝে ভিজিএফের চাল,১০০ জন পরিবারের মাঝে ত্রান সামগ্রী ও ২৫০ জন পরিবারের মাঝে(জিআর)চাল বিতরণ করা হয়।