বিজনেসটুডে২৪ ডেস্ক
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে। দেশটিতে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে তার বাড়ির সামনে বিক্ষোভ করেছিলেন সাধারণ জনগণ। এর পর ১ এপ্রিল জরুরি অবস্থা জারি করেছিলেন। কোনো ওয়ারেন্ট ছাড়াই তিনি পুলিশ বাহিনীকে সন্দেহভাজনদের গ্রেফতারের অনুমতি দেন। তবে শেষ পর্যন্ত দেশটিতে জরুরি অবস্থা তুলে নিয়েছেন তিনি।
১৯৪৮ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভের পর থেকে এখন পর্যন্ত শ্রীলঙ্কা সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। অধিক পরিমাণে আমদানি-নির্ভর দক্ষিণ এশীয় এ দেশটির কাছে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাদ্য, বিদ্যুত যানবাহনের জ্বালানি এমনকি বিদ্যুৎ উৎপাদনের মতো প্রয়োজনীয় জিনিস কেনার মতো পর্যাপ্ত ডলারের মজুদ নেই।
সম্প্রতি ১৩ ঘণ্টা পর্যন্ত দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বর্তমানে ব্যাপক মূল্যস্ফীতি এবং খাদ্য ও মৌলিক পণ্যের ঘাটতিতে মানুষ ভুগছে।
প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। রবিবার তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া পুরো মন্ত্রিসভা পদত্যাগ করেন।
প্রেসিডেন্ট তখন বিরোধীদেরকে জাতীয় ঐক্য সরকার গঠনে সহায়তা করার আহ্বান জানান। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেন। মঙ্গলবার বিরোধী নেতা সজিথ প্রেমাদাসা বলেন, ‘জনগণ চায় রাষ্ট্রপতি এবং পুরো সরকার পদত্যাগ করুক।’ বুধবারও দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।