Home First Lead অবশেষে পদত্যাগ রাজাপক্ষের

অবশেষে পদত্যাগ রাজাপক্ষের

সিঙ্গাপুর থেকে ইমেল করলেন পদত্যাগপত্র

বিজনেসটুডে২৪ ডেস্ক

দেশ ছেড়ে প্রথমে মলদ্বীপে পালিয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে । সেখান থেকে বিমানে উড়ে গেছেন সিঙ্গাপুর। সিঙ্গাপুরে নেমেই নিজের পদত্যাগপত্র ইমেল মারফত সংসদের স্পিকারকে পাঠিয়ে দিলেন তিনি।

বুধবারই রাজাপক্ষের ইস্তফা দেওয়ার কথা ছিল। কিন্তু পদত্যাগপত্র তিনি পাঠালেন এক দিন পর। দেশে তুমুল গণবিক্ষোভের মাঝে শ্রীলঙ্কা থেকে পালিয়ে গেছেন রাষ্ট্রপতি। তাঁর বাড়িকে ঘিরে যে দৃশ্য দেখেছে সারা বিশ্ব, তা ইতিহাসে বিরল। দেশের সাধারণ মানুষ এক যোগে রাজাপক্ষের বাড়ি ঘিরে ধরেছিলেন। তাঁকে সেখান থেকে কোনওরকমে পালিয়ে বাঁচতে হয়েছে। তারপর রাষ্ট্রপতির বাড়ির সুইমিং পুলে সাঁতার কেটেছে জনতা। রান্নাঘরে গিয়ে তুলকালাম করেছে। এমনকি রাষ্ট্রপতির বাড়ির সিন্দুক ভেঙে সেখান থেকে লক্ষ লক্ষ টাকাও খুঁজে বের করেছে তারা।

শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। তিনি আগেই ইস্তফা দিয়েছিলেন। তারপর কার্যকরী রাষ্ট্রপতির পদে বহাল হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বিক্রমসিঙ্ঘে। দশের পরিস্থিতি সামাল দিতে তিনি জরুরি অবস্থাও জারি করেছেন শ্রীলঙ্কায়। এর মাঝেই জনগণ বুধবার ঘোষণা করেছে, তারা সরকারি সমস্ত দফতরে কাজ করা বন্ধ রাখবে। রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর বাড়ি কোথাও কোনও কাজ হবে না। তারপরেই ইস্তফা দিলেন রাজাপক্ষে। এখন দেখার ভারতের এই প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের রাজনীতি কোনদিকে আন্দোলিত হয়।