Home Second Lead সংকটে চিনি শিল্প: ৪ মাস ধরে বেতন নেই

সংকটে চিনি শিল্প: ৪ মাস ধরে বেতন নেই

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

যশোর: বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা ( বিএসএফআইসি ) নিয়ন্ত্রণাধীন মোবারকগঞ্জ সুগার মিল ভয়াবহ সংকটে। ২১ কোটি টাকার চিনি অবিক্রীত পড়ে আছে। অপরদিকে, সাড়ে আট শ’ কর্মকর্তা, কর্মচারি, শ্রমিক  বেতন-ভাতা পাচ্ছেন না।

সুগার মিল সূত্রে জানা গেছে, গুদামে ২১ কোটি টাকার ৩৫০০ মেট্রিক টন চিক্রি অবিক্রিত অবস্থায় পড়ে আছে। ট্যাংকে ও পুকুরে পড়ে রয়েছে ৭ কোটি টাকার চিটাগুড়। আখ চাষিদের পাওনা বকেয়া রয়েছে সাড়ে ৪ কোটি টাকা।

চিনি বিক্রি না হওয়ায় মিলের ৮৫০ জন শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীরা বেতনভাতা পাচ্ছেন না।

ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবীর জানিয়েছেন, চিনি বিক্রি হলে কেটে যাবে সব সংকট।  ধীরগতিতে চিনি বিক্রির কারণে এমন পরিস্থিতি।  শ্রমিক কর্মচারীদের বেতন ও চাষিদের আখের বকেয়া টাকা পরিশোধ করা হচ্ছে পর্যায়ক্রমে।

সুগার মিলে আখ দিয়ে সময় মতো টাকা না পাওয়ায় অনেক চাষি আখ আবাদ থেকে মুখ ফিরেয়ে নিচ্ছেন।

কয়েকজন কর্মচারী জানান, সর্বশেষ তারা মে মাসের বেতন নিয়মিত বেতন-ভাতা না পেয়ে তারা মানবেতর জীবন-যাপন করছেন। ৪ মাস বেতন না পাওয়ায় অনেকে বাজারে দেনা হয়ে পড়েছেন। চাল, ডাল, ক্রয় ও ছেলে মেয়েদের খরচ দিতে পারছেন না।

জানা যায়, মজুত চিটাগুড় বিক্রির জন্য টেন্ডার দেওয়া হয়েছিল। দর পাওয়া গেছে টন প্রতি ১৮ হাজার টাকা । কিন্তু চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নির্দেশ রয়েছে টন প্রতি ২২ হাজার টাকার নিচে বিক্রি করা যাবে না। তাই বিক্রি করা সম্ভব হয়নি।