Home First Lead সংকটে তৈরিপোশাক শিল্প, সাপ্লাইচেইন বিঘ্নিত

সংকটে তৈরিপোশাক শিল্প, সাপ্লাইচেইন বিঘ্নিত

শনিবার বিকেলে বিজএমইএর মতবিনিময় সভা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চীনে করোনাভাইরাসের জেরে তৈরি পোশাক শিল্প মারাত্মক সংকটে। সাপ্লাই চেইন বিঘ্ন ঘটছে।

আজ শনিবার বিকেলে বিজিএমইএর-চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই অভিমত ব্যক্ত করে বলা হয়, পরিস্থিতি দীর্ঘায়িত হলে ব্যাংকঋণ ৭% সরল সুদে ৮ বছর মেয়াদে পুনঃতপসিলকরণ করতে হবে।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি  মোহাম্মদ আবদুস সালাম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সহ-সভাপতি এ.এম. চৌধুরী সেলিম, পরিচালকবৃন্দ  মোহাম্মদ মুসা, অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, এনামূল আজিজ চৌধুরী, প্রাক্তন সভাপতি  এস.এম. ফজলুল হক, প্রাক্তন প্রথম সহ-সভাপতি  আলহাজ্ব খলিলুর রহমান, নাসিরউদ্দিন চৌধুরী, মঈনুদ্দিন আহমেদ (মিন্টু), প্রাক্তন সহ-সভাপতি  মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালক এ কে এম ছালেহ উদ্দিন, সাজেদুল ইসলাম, হেলাল উদ্দিন চৌধুরী, এমদাদুল হক চৌধুরী, আ.ন.ম. সাইফুদ্দিন, কাজী মাহবুব উদ্দিন জুয়েল, নাফিদ নবী, সেলিম রহমান, আমজাদ হোসেন চৌধুরী, সদস্য  মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ, চৌধুরী নাঈম রহমান ও শওকত ওসমান প্রমুখ।

সভায় ৯ দফা প্রস্তাব গৃহীত হয়। সেগুলোর মধ্যে রয়েছে-করোনা ভাইরাস সহ বর্তমান মন্দাবস্থা উত্তরণে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানসমূহকে আগামী ঈদ-উল-ফিতর ও ঈদুল আযহায় শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে ব্যাংকিং সুবিধা সহ প্রয়োজনীয় সহায়তার জন্য সরকারের সাথে আলোচনা শুরু, সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের জন্য ১ বৎসরের একটি প্যাকেজ সুবিধা পাওয়ার জন্য সরকারের সর্বোচ্চ মহলের সাথে জরুরী ভিত্তিতে যোগাযোগের উদ্যোগ নেয়া, দূরবস্থা বিবেচনায় আসন্ন ঈদ উপলক্ষ্য পোশাক শিল্পের বেতন-ভাতা পরিশোধে সরকার কর্তৃক আগাম কোন সময় সীমা নির্ধারণ না করা, গ্যাস, বিদ্যুৎসহ সব ইউটিলিটি বিল পরিশোধে নির্ধারিত তারিখ থেকে অন্ততঃ ২ মাস সময় বৃদ্ধি করা, পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান কর্তৃক অযোক্তিক হয়রানি ও দীর্ঘসূত্রিতা বন্ধ করা এবং আয়কর পরিশোধে টার্ণওভার ট্যাক্স সম্পর্কিত জটিলতা দ্রুত নিরসন করা, পোশাক শিল্পের কাপড় ও আনুষঙ্গিক দ্রব্যাদি ক্রয়ে চীনের উপর একক নির্ভরশীলতা কমিয়ে দেশীয় প্রতিষ্ঠান সমূহকে সক্ষম করে গড়ে তোলা, ইত্যাদি।