ঠাকুরগাঁও থেকে মো. পারভেজ হাসান: “ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই।। ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই শ্লোগানে গত ১১ আগস্ট বুধবার পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ও পীরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় পৌর শহরের চৌরাস্তায় বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন চলাকালে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি ও পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি ও পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, পীরগঞ্জ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ যুগ্ম সম্পাদক অরুন চন্দ্র রায়, খনগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি বাদল চন্দ্র রায়, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি হৃদয় চন্দ্র অধিকারি, সম্পাদক ভবতোষ রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ইয়ুথ ফোরামের ডালিম চন্দ্র রায় প্রমুখ।
বক্তারা খুলনার রুপসার শিয়ালি গ্রামের হিন্দু পাড়া, পটুয়াখালী কলাপাড়ার রাখাইন এলাকা, মৌলভীবাজার কুলাউড়ার আদিবাসী পল্লীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবর দখল প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।