বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সোলস ব্যান্ডের ড্রামার ও সংগীতশিল্পী সুব্রত বড়ুয়া রনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
আজ বেুধবার ভোরে রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বয়স ছিলো ৬৬ বছর। তিনি এক বছর ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।
তাঁর শেষকৃত্য অনুষ্ঠানের জন্য মরদেহ চট্টগ্রামে আনা হচ্ছে। সকলের শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রথমে তাঁর মরদেহ শিল্পকলায় এবং পরে চারুকলা ও আর্ট কলেজে নিয়ে যাওয়া হবে। সবশেষে ডিসি হিলের বৌদ্ধ মন্দিরে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।