বিজনেসটুডে২৪ প্রতিনিধি, জামালপুর: স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা উচ্চ বিদ্যালয় এ ঘটনা ঘটে। ওই ঘটনায নিহত ব্যক্তির নাম হারেজ আলী (৪০)। তিনি ওই গ্রামের মৃত শরাফত আলী মণ্ডলের ছেলে।
হরিণধরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে এলাকার দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের দাবিতে একপক্ষ আদালতে একটি নিষেধাজ্ঞা মোকদ্দমা দায়ের করে। আদালত ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (বাবুল) ও এডহক কমিটির সভাপতি শফিকুল ইসলাম মুক্তাসহ ওই পক্ষের অন্যান্যরা সকাল ১০ টার দিকে কমিটির বিষয়ে বিদ্যালয় অফিস কক্ষে এক সভা আহ্বান করেন। এসময় ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য হারেজ আলীসহ এ পক্ষের লোকজন প্রতিবাদ করলে এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় বলে জানান স্থানীয়রা।
তারা আরও জানান, ঘটনার এক পর্যায়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও এডহক কমিটির সভাপতি মো. শফিকুল ইসলামের লোকজন হারেজ আলীও তার দলের লোকজনের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটার পাশাপাশি বিদ্যালয় মাঠ রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ৫ জনকে আটক করে। মুমূর্ষু অবস্থায় হারেজ আলীসহ অন্যান্য আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।