প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।
মঙ্গলবার (২৩ফেবক্রুয়ারি) যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বাহিনী ঘাঁটির পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।
এই সময় তিনি দেশের সুনাম বজায় রাখতে দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহবান জানিয়েছেন।
ভবিষ্যতে দেশেই যুদ্ধবিমান তৈরির আশাবাদ ব্যাক্ত করে প্রধানমন্ত্রী বলেন, দেশের আকাশসীমা রক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিমানবাহিনীর ১১ ও ২১ স্কোয়াড্রনকে ওই আয়োজনে জাতীয় পতাকা প্রদান করা হয়েছে। দেশে যুদ্ধবিমান তৈরি করে বিমান বাহিনীকে আধুনিক-যুগোপযোগী করে গড়ে তোলা হবে।
করোনা মোকাবেলায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিমানবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকারের উদ্যোগ ও পরিকল্পনা রয়েছে। করোনায় বৈশ্বিক স্থবিরতার মধ্যেও অর্থনীতি সচল রাখায় সরকার সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে এবং মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছে।