স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও পূর্বা’র উনিশ পেরিয়ে বিশ বছরে পদার্পণ উপলক্ষ্যে রউফাবাদস্থ সরকারী শিশু পরিবারের মুক্তাঙ্গনে ভারতীয় সহকারী হাই কমিশন চট্টগ্রামের সহায়তায় দিনব্যাপী দিগন্ত রাঙ্গিয়ে দাও, আলোয় আলোয় উৎসবের আয়োজন করে শিল্প চর্চা কেন্দ্র ও আত্ম উন্নয়নমূলক সংগঠন পূর্বা।
সাবেক চসিক কাউন্সিলর আবিদা আজাদের সভাপতিত্বে ও পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় উৎসবের কথামালা পর্বে অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম, জাতীয় মহিলা সংস্থার সদস্য সঞ্চিতা বড়ুয়া, শিক্ষিকা মিনু আরা বেগম, সম্পাদক শ্রাবনী ভট্টাচার্য, সহ সভাপতি মোজাহেরুল ইসলাম, তূর্জয় দাশ, জিশান ঘোষ, জান্নাতুল ফেরদৌস অপ্সরা, পায়েল, তাসমিয়া প্রমুখ। তারা বলেন, সংস্কৃতি চর্চার মধ্যদিয়েই একটি জাতির বিকাশ ঘটে। শিল্প সংস্কৃতি চর্চা মানুষকে একদিকে যেমন আত্মপ্রকাশের সুযোগ দেয় ঠিক তেমনিভাবে মানুষকে উন্নত জীবনের দিকে নিয়ে যায়। সুস্থ সাংস্কৃতিক চর্চা মানুষকে উদারতা শেখায়, সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে উজ্জীবিত করে।-সংবাদ বিজ্ঞপ্তি