বিজনেসটুডে২৪ ডেস্ক
মুম্বাই: আজাদ ইঞ্জিনিয়ারিং-এর আইপিও আজ শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। ৩৭ শতাংশ প্রিমিয়ামের সঙ্গে আইপিও তালিকাভুক্ত করা হয়েছে। আইপিও তালিকাভুক্তির ফলে বিনিয়োগকারীরা নিশ্চিতভাবে উপকৃত হয়েছেন। কিন্তু ক্রিকেটের ঈশ্বর হিসেবে পরিচিত সচিন তেন্ডুলকার এতে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছেন।
মার্চ মাসে আজাদ ইঞ্জিনিয়ারিংয়ে ৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন তেন্ডুলকার। আজ হায়দরাবাদের আজাদ ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ার তালিকাভুক্ত করার পর ৫৩১ শতাংশের ব্যাপক রিটার্ন পেয়েছেন তিনি। একদিনেই ২৬.৫ কোটি টাকা আয় করেছেন সচিন।
লিটল মাস্টার ছাড়াও এই কোম্পানিতে অন্য খেলোয়াড়রাও এই কোম্পানিতে টাকা বিনিয়োগ করেছেন। যখনই বাজারে খবর আসে যে, খোদ সচিন তেন্ডুলকর ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে অর্থ বিনিয়োগ করেছেন, তখন একের পর এক অন্য খেলোয়াড়ও এই কোম্পানিতে টাকা ঢালেন। সচিনের বিনিয়োগের মাত্র ৫ দিন পরে পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল এবং ভিভিএস লক্ষ্মণ আজাদ ইঞ্জিনিয়ারিং-এ ১ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন।